শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥
আগামী ১০ এপ্রিল বাংলাদেশ ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের এর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন প্রার্থী। তারা হচ্ছেন, সদ্য সাবেক সভাপতি মোঃ কিরণ আলী ও মোঃ আব্দুল মোতালেব। নির্বাচন উপলক্ষে গত বৃহস্পতিবার মার্কা প্রদান করা হয়। সভাপতি পদের প্রার্থী মোঃ কিরণ আলী পেয়েছেন ছাতা প্রতীক আর অপর সভাপতি পদপ্রার্থী মোঃ আব্দুল মোতালেব পেয়েছেন আনারস প্রতীক। অপরদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দুজন। তারা হচ্ছেন মোঃ আক্রাম আলী ও মোঃ লিটন মিয়া। সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ আক্রাম আলী পেয়েছেন হাতী প্রতীক আর সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লিটন মিয়া পেয়েছেন চেয়ার প্রতীক। বাকী ১১টি পদের প্রার্থীদের বিপক্ষে কোন প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.