বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০৫:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক \
দীর্ঘ ২২ বছর পর স্বপ্নের রাস্তা দিয়ে হেঁটে বেলটিয়া বাজারে যেতে পেরে ৭৬ বছর বয়সী বেলটিয়া এলাকার আনোয়ার হোসেন অনেক খুশি। সেই খুশির ছাপ তার চোখে মুখে। শুধুই কি এই বয়োবৃদ্ধ আনোয়ার হোসেন তা কিন্ত নয়। এমন খুশির জোয়ারে ভাসছে জঙ্গলপাড়া বাজার থেকে বেলটিয়া বাজার পুলিশ লাইন্স এলাকার শত শত মানুষ।
জঙ্গলপাড়া মোড় হইতে বেলটিয়া বাজার পুলিশ লাইন্স মোড় পর্যন্ত দীর্ঘ ২২ বৎসর যাবত চলাচলের রাস্তাটি অবরুদ্ধ করে রেখেছিলেন স্থানীয় প্রভাবশালীরা। পরে জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু এর সার্বিক সহযোগিতায় এ রাস্তাটি চলাচলের উপযোগী হয়। স্থানীয়দের নির্বিঘ্নে যাতায়াতের সুবিধা করায় পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু কে ধন্যবাদ জানিয়ে একটি আনন্দ মিছিল ও পরে ফুলেল শুভেচ্ছা জানান জঙ্গলপাড়া থেকে বেলটিয়া বাজার পর্যন্ত রাস্তায় চলাচলকারী এলাকাবাসী।
ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম—সাধারণ সম্পাদক অধ্যাপক সুরুজ্জামান, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, কাউন্সিলর মাসুদ করিম, কাউন্সিলর বিজু আহমেদ প্রমূখ।
জঙ্গলপাড়া এলাকার আবুল ইসলাম বলেন, ২২ বছর যাবত এই রাস্তার জন্য বিভিন্ন মহলে গিয়েছি। কিন্ত রাস্তাটি কেউ উদ্ধার করে দেয় নি। সবাই প্রভাবশালীদের পক্ষেই কথা বলেছেন।কিন্ত শেষবারের মত পৌর মেয়রের কাছে এসে জানালে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তাটি চলাচলের উপযোগী করবেন। পরে সেই প্রতিশ্রম্নতি অনুযায়ী দ্রুত সময়ে আমাদের রাস্তাটি তিনি উদ্ধার করে দিয়েছেন।আমরা এলাকাবাসী অনেক খুশি।
স্থানীয় শামছুন্নাহার নামের একজন জানান, আমার বাবা অসুস্থ থাকাকালীন সময়ে হাসপাতালে নিয়ে যেতে পারিনি। পরে বাবা মারা গেলে সেই লাশটিও হাটু পানি থাকা অবস্থায় রাস্তা দিয়ে বের করে কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছে। দীর্ঘদিনের এই রাস্তাটি উদ্ধার করে দেওয়ায় পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু কে ধন্যবাদ জানান তিনি।
Leave a Reply
You must be logged in to post a comment.