ঢাকা April 19, 2024, 10:49 pm
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

আমনের দামে হাসছেন কৃষক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক \
জামালপুরে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। এ বছর সার কীটনাশকের দাম বেশি হওয়ায় আমন ধান চাষে খরচ হয়েছে বেশি। তবে ভালো দাম পেলে লাভবান হবেন বলে জানিয়েছেন কৃষকরা। এ বছর আমনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা। জানা যায়, জেলার দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি ও সদর উপজেলায় আমন ধানের চাষ হয়েছে। এ জেলায় হাইব্রিড, উফসি ও স্থানীয় জাতের ধান চাষ হয়ে থাকে। এ বছর জেলায় ১ লাখ ৯ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ করা হয়েছে ১ লাখ ১১ হাজার হেক্টর জমিতে। আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৯ হাজার ২৯৪ মেট্রিক টন। সরেজমিন মেলান্দহ উপজেলা ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে সোনালি ধানের সমাহার। যেদিকে চোখ যাবে শুধু ধান আর ধান। শীতের হালকা কুয়াশা আর অগ্রহায়ণের প্রখর রোদ গায়ে মেখে ধানের গোছাগুলো যেন আরও হৃষ্টপুষ্ট হয়ে উঠেছে। কৃষকরা পরমানন্দে ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন। এ বছর আমন চাষে সার কীটনাশকের দাম বৃদ্ধিতে কৃষকের বাড়তি খরচ গুনতে হয়েছে। তবে এসব সমস্যা কাটিয়ে এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। তারা বলেন, গত বছর প্রতি মণ ধান বিক্রি হয়েছে ৮০০ থেকে ৯০০ টাকা। এ বছর ধানের বাজার ১২০০ থেকে ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এ দাম অব্যাহত থাকলে কৃষক লাভবান হবে। কৃষক সরকারের কাছে ধানের ন্যায্য মূল্যের দাবি জানান।
মেলান্দহ উপজেলার ভাবকী এলাকার কৃষক বিল্লাহ জানান, আমন আবাদ করে এ বছর বাম্পার ফলন পেয়েছি। তবে গত বছরের চেয়ে আবাদে খরচ হয়েছে দ্বিগুণ। সার কিটনাশক এবং বিদ্যুৎতের দাম বেশি হওয়ায় খরচ বেশি পড়েছে। প্রতি বিঘায় খরচ হয়েছে ১৫ হাজার টাকা। তারপরেও এ বছর ধানে লাভ হবে বলে তিনি আশা করছেন। উপজেলার চরবানিপাকুরিয়া ইউপির মধ্যেরচর এলাকার ধান চাষি মোঃ মজিবুর রহমান বলেন, ‘বাজারে দাম ভালো রয়েছে। এ বছর ধানে কৃষকের লাভ হবে। খরচ বাদে প্রতি বিঘা জমিতে ১০—১৫ হাজার টাকা লাভ হবে। উপজেলার ঘোষেরপাড়া ইউপির বেলতৈল এলাকার আব্দুল খালেক জানান, এবার ধানের ভালো ফলন হয়েছে। মৌসুমের শুরুতেই ১২শ—১৩শ টাকা দরে ধান বিক্রি হচ্ছে। এ বাজার ঠিক থাকলে ধানে কৃষকের ভালো লাভ হবে। জামালপুর কৃষি অধিদফতরের উপ—পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা জানান, এ বছর আমনের ফলন ভালো হয়েছে। এরই মধ্যেই ধান কাটা শুরু হয়েছে। এ পর্যন্ত ৭০ ভাগ ধান কাটা হয়ে গেছে। এ বছর জেলায় আমনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানান তিনি।