ঢাকা March 29, 2024, 8:13 pm
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নকলায় প্রায় অর্ধ কোটি টাকা সমমূল্যের তক্ষকসহ এক যুবক আটক

Admin
August 24, 2021 3:45 am | 338 Views
Link Copied!

নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলার ধনাকুশা পশ্চিমপাড়া (ধনার পাড়) গ্রামে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ৪টি তক্ষকসহ লোকমান হাসান (২৮) নামে এক যুবককে আটক করেছে। লোকমান হাসান উপজেলার ধনাকুশা পশ্চিমপাড়া (ধনার পাড়) গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।

সোমবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে ধনাকুশা পশ্চিমপাড়া গ্রামের জনৈক ছাইফুল ইসলামের মনোহারির দোকানের সামনে কাঁচা রাস্তা সংলগ্ন এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে চারটি তক্ষকসহ লোকমান হাসানকে হাতে নাতে আটক করে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে চারটি তক্ষকসহ পাচারকারী লোকমান হাসানকে হাতে নাতে আটক করে।

র‌্যাবের কাছে লোকমান হাসান জানায়, উদ্ধারকৃত তক্ষক চারটির আনুমানিক মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। সে দীর্ঘদিন ধরে শেরপুর জেলাসহ দেশের বিভিন্ন স্থানে তক্ষক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে নকলা থানায় ১৯৭২ বন্য আইন (সংশোধিত ২০০০) এর ২৬ (১) ধারায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) ২০১২, ৬ (১)/৩৪ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।