ঢাকা April 25, 2024, 10:05 pm
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কেন্দুয়া বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

Link Copied!

মোঃ সাইদুর রহমান সাদী ।।
যথাযোগ্য মর্যাদায় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জামালপুর সদর উপজেলা ১নং কেন্দুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দুয়া বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রজব আলী। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কেন্দুয়া বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ওসমান গনী, কম্পিউটার শিক্ষক মোঃ সাইফুল আলম, সহকারী শিক্ষক যথাক্রমে মোঃ আবুল কালাম আজাদ, শ্রী অনুকুল চন্দ্র দে, মোঃ জিয়াউল হক, মোঃ আব্দুল ওয়াদুদ, ধর্মীয় শিক্ষক মোঃ মোশারফ হোসেন, শান্তান হেলেন, খায়রুন নাহার, রোজিনা বেগম, রোকনুজ্জামান, শারমিন সুলতানা, আব্দুল আলীম, রাসেল আকন্দ, রজব আলী, মামুনুর রহমান, অফিস সহকারী রিয়াজুল ইসলামসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ মোশারফ হোসেন।
উল্লেখ্য, দিবসটি উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোকসজ্জা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, পক্ষ – বিপক্ষের বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা, প্রজেক্টরের মাধ্যমে শপথ অনুষ্ঠান প্রচার করা হয়েছে।