ঢাকা April 25, 2024, 10:16 pm
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের তিতপল্লায় চলন্ত ট্রাকচাপায় বৃদ্ধ ঘটক নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুরে চলন্ত ট্রাকচাপায় বাইসাইকেলআরোহী আব্দুস সোবহান (৬০) নামের একজন দরিদ্র ঘটক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গত ২৬ জানুয়ারি বেলা সোয়া ১১টার দিকে জামালপুর সদরের তিতপল্লা ইউনিয়নে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের শিমুলতলী এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সোবহান সদরের শাহবাজপুর ইউনিয়নের চিকারপাড় গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্র জানায়, ঘটক আব্দুস সোবহান গত ২৬ জানুয়ারি সকালে তার নিজবাড়ি সদরের শাহবাজপুরের চিকারপাড় থেকে পাশের তিতপল্লা ইউনিয়নে যাচ্ছিলেন। পথে বেলা সোয়া ১১টার দিকে তিতপল্লা ইউনিয়নে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের শিমুলতলী এলাকায় রাস্তা পাড়াপাড়ের সময় চলন্ত একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-১৮-৯৬৬৩) তাকে চাপা দেয়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার বাইসাইকেলটিও ভেঙে চুরমার হয়ে গেছে।

খবর পেয়ে স্থানীয় নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও জামালপুর ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থল থেকে নিহত আব্দুস সোবহানের মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে। ট্রাকের চালক ও তার সাহায্যকারী পালিয়ে গেছেন।

স্থানীয় নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল লতিফ মিয়া এ প্রতিবেদককে বলেন, নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা একটি মামলা দায়ের করা হবে।