ঢাকা March 28, 2024, 8:35 pm
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইগাতীতে এক কিলোরাস্তা পাকাকরনের অভাবে জনদুর্ভোগ

Admin
May 25, 2021 3:31 pm | 398 Views
Link Copied!

ঝিনাইগাতী প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের দক্ষিণ ডেফলাই জগদিস মাষ্টারের বাড়ি থেকে শাকাওয়াত আলী খানের বাড়ি পর্যন্ত রাস্তাটি সংস্কার সম্প্রসারন ও পাকাকরনের অভাবে গ্রামবাসীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, জগদিস মাষ্টারের বাড়ি থেকে শাকাওয়াত আলীর বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাচা রাস্তা। সরু এ রাস্তা দিয়ে প্রতিদিন শতশত মানুষের যাতায়াত। কিন্তু রাস্তাটি সংস্কার সম্প্রসারন ও পাকাকরনের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। শুস্ক মৌসুমে যেমন তেমন বর্ষা মৌসুমে পথচারীদের দুর্ভোগের সীমা থাকে না। এলাকায় উৎপাদিত কৃষি পন্য ও গৃহপালিত গবাদিপশু পারাপারে কৃষকদের নানান বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। ডেফলাই গ্রামের আকবর আলী, ইউছুব আলী,এমদাদুল খান,কালাম মিয়া শাকাওয়াত আলী রুবেল মিয়াসহ আরো অনেকেই জানান এ রাস্তাটি সংস্কার সম্প্রসার ও পাকাকরনের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। তারা জানান, বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের কাছ থেকে আশ্বাস ও পাওয়া গেছে। কিন্ত আজো তা বাস্তবায়িত হয়নি। নলকুড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজনু মিয়া বলেন, রাস্তাটি নির্মানের বিষয়ে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় বহুবার আবেদন নিবেদন ও করা হয়েছে। বিভিন্ন সময় আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু আজো তা বাস্তবায়িত হয়নি। উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক বলেন রাস্তাটি সরেজমিনে দেখে পাকাকরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।