ঢাকা March 28, 2024, 3:31 pm
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নকলায় ইউএনও-কে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা

Admin
September 27, 2021 12:43 pm | 340 Views
Link Copied!

নকলা, শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের নকলায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছেন উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন।

এ উপলক্ষে সোমবার (২৭ সেপ্টেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর-এঁর সভাপতিত্বে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রহমত আলী।

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাগন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, নকলা প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টুসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান-এঁর বদলি পরবর্তী কর্মস্থলে তাঁর পেশাগত জীবনের সার্বিক সাফল্য কামনা করার পাশাপাশি ব্যক্তি জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেনন।

উল্লেখ্য,আলোচনা সভার পরে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানকে বিভিন্ন শুভেচ্ছা উপহার সামগ্রী ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান ২০১৮ সালের ৮ অক্টোবর শেরপুর জেলাধীস নকলা উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করার আগে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে কিছুদিন কর্মরত ছিলেন। এর আগে বান্দরবন জেলার জেলা প্রশাসক কার্যালয়ে রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিএস) হিসেবে, এরও আগে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।