ঢাকা April 26, 2024, 3:57 am
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নকলায় পশুর হাটে স্বাস্থ্যবিধি উপেক্ষিত করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Admin
July 12, 2021 6:59 am | 396 Views
Link Copied!

আব্দুল্লাহ আল-আমিন, নিজস্ব সংবাদদাতাঃ শেরপুরের নকলায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটে স্বাস্থ্যবিধি না মানায় ইজারাদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১১জুলাই) বিকেলে উপজেলার পাঠাকাটা পশুর হাটে ওই জরিমানা করা হয়।

উল্লেখ্য,প্রশাসন এবার হাট বসানোর অনুমতি দিলেও বেশ কিছু শর্ত বেঁধে দেয়। শর্তে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি দূরত্ব রেখে গরু বাঁধার স্থান নির্ধারণ করতে বলা হয়েছিল। সেই শর্ত উপেক্ষিত করায় পাঠাকাটা পশুর হাট ইজারাদারকে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানা করে।

এসময় ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাওছার আহম্মেদ ও সালাউদ্দিন বিশ্বাস,
পুলিশ বিভাগের সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

হাট ইজারাদার মোজাম্মেল হক ফকির বলেন, ‘রবিবার হল আমাদের পশুর হাট, আসন্ন ঈদুল আজহা হওয়ায় বাজারে দূরত্ব বজায় রাখা কিছুটা সমস্যা ছিল, তবে আগামী হাটবারে বিক্রেতারা যেন একটু দূরে দূরে গরু নিয়ে বসে সেটা আমরা লক্ষ্য রাখবো।

এদিকে উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, পশুর হাটের মামলাসহ রোববার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮টি মামলায় সর্বমোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।