ঢাকা March 29, 2024, 5:12 pm
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নতুন করে দুই লাখ ৩০ হাজার রোহিঙ্গার তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর

Link Copied!

স.স.প্রতিদিন ডেস্ক ।।

নতুন করে দুই লাখ ৩০ হাজার রোহিঙ্গার তালিকা যাচাই-বাছাই এরপর মিয়ানমারের কাছে হস্তান্তর করেছে সরকার। গত ১১ জানুয়ারি সোমবার এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘ছয় দফায় মোট আট লাখ ৩০ হাজার রোহিঙ্গার তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করেছি।’
এর মধ্যে কত জনের তালিকা মিয়ানমার বাছাই করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘মিয়ানমার অত্যন্ত ধীর গতিতে এগুচ্ছে এবং এখন পর্যন্ত মাত্র ৪২ হাজার রোহিঙ্গার তালিকা যাচাই করেছে তারা। এই ৪২ হাজার রোহিঙ্গার মধ্যে মিয়ানমার প্রায় ২৮ হাজারকে তাদের অধিবাসী হিসেবে স্বীকার করেছে এবং ১৪ হাজার রোহিঙ্গার নাম তাদের ডাটাবেজে নেই বলে জানিয়েছে। এছাড়া মিয়ানমার দাবি করেছে এই তালিকায় ৩৫০ জন সন্ত্রাসী আছে।’
উল্লেখ্য, ২০১৮ এর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ প্রথম আট হাজার ৩২ জন রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে দেয়। এর আগে ২০১৭ এর ২৫ আগস্টের পর জীবন বাঁচানোর জন্য দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে ১১ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এদের প্রত্যাবাসনের জন্য ২০১৭ সালের ২৩ নভেম্বর দুই দেশের মধ্যে একটি চুক্তি হলেও এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও স্বেচ্ছায় মিয়ানমার যেতে রাজি হয়নি।