ঢাকা April 20, 2024, 6:05 am
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মরিচ ব্যবসায়ীর দোকানের বেড়া কেটে ঘর মালিক কর্তৃক দেড় লক্ষাধিক টাকার মরিচ লুট

Link Copied!

নিজস্ব প্রতিবেদক ॥
জেলার মেলান্দহ উপজেলার ১০নং ঝাউগড়া ইউনিয়নের গাজীপুর বাজারের মরিচহাটীর মরিচের আড়তে ব্যবসায়ীর দোকানের বেড়া কেটে ঘর মালিক কর্তৃক দেড় লক্ষাধিক টাকার মরিচ লুটের ঘটনা ঘটেছে।
জানা যায়, গত ৩০এপ্রিল দিবাগত গভীর রাতে জেলার মেলান্দহ উপজেলার ১০নং ঝাউগড়া ইউনিয়নের গাজীপুর বাজারের মরিচহাটীর মরিচের আড়তে মরিচ ব্যবসায়ী জেলার মেলান্দহ উপজেলার ১০নং ঝাউগড়া ইউনিয়নের কাপাসহাটীয়া গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে মোঃ আদর আলী এবং জেলার মেলান্দহ উপজেলার ১০নং ঝাউগড়া ইউনিয়নের চররুহিলী গ্রামের মৃত মোকছেদ বেপারীর ছেলে মোঃ আজাদ বেপারী দুজন মিলে গাজীপুর বাজারের মরিচহাটীর শুরু থেকে স্থানীয় মৃত রইস উদ্দিন ওরফে চিকু মেম্বারের ছেলে রিপনের কাছ থেকে একটি গুদামঘর বাৎসরিক ১২ হাজার টাকা ভাড়ায় নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গত কয়েকদিন ধরে ঘর মালিক রিপন তার দোকানের ভাড়া বাড়ানোর নানা ফন্দিফিকির করে আসতে শুরু করে। এরই এক পর্যায়ে গত ৩০ এপ্রিল দিবাগত গভীর রাতে রিপন ব্যবসায়ীদ্বয়ের দোকানের বেড়া কেটে ২১ বস্তা ভর্তি করা ২৬ মণ ১০ কেজি মরিচ যার আনুমানিক মূল্য প্রতিমণ ৬ হাজার ২শ টাকা দরে ১ লাখ ৬১ হাজার ২শ টাকা, চুরি করে নিয়ে যায়। এদিকে সেহরী খাওয়ার সময় হলে আর লোকজন ঘুম থেকে জেগে উঠলে রিপন পালিয়ে যায়। এ বিষয়ে ১০নং ঝাউগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ তফিল উদ্দিন ও জেলার মেলান্দহ উপজেলার ১০নং ঝাউগড়া ইউনিয়নের গাজীপুর বাজারের মরিচহাটী পরিচালনা কমিটির সভাপতি আজাহার আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে মেলান্দহ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ্স