ঢাকা April 23, 2024, 1:04 pm
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মেষ্টার ছোট আরংহাটি মার্কেটে ঘর নির্মানে প্রভাবশালীদের বাধা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক ||
জামালপুর সদর উপজেলার ১৩নং মেষ্টা ইউনিয়নের ছোট আরংহাটি গ্রামে মার্কেটে ঘর নির্মানে প্রভাবশালীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরী করা হলেও থেমে নেই প্রভাবশালীদের অত্যাচার। জানা যায় ১৩নং মেষ্টা ইউনিয়নের ছোট আরংহাটি গ্রামের খরানু মন্ডলের পুত্র নূর ইসলাম, আক্তারুজ্জামানগং তাদের জমিতে কিছুদিন যাবৎ মার্কেট নির্মানের কাজ করছেন কিন্তু স্থানীয় প্রভাবশালী মৃত শাহজাহান আলীর পুত্র মোঃ মোখলেছুর রহমান (৬০)গং ঐ জমি তাদের দাবি করে বিভিন্নভাবে হয়রানী করে আসছে নুরুল ইসলাম ও আক্তারুজ্জামান গংদের। উল্লেখ্য মোখলেছুর রহমানের বিরুদ্ধে গত ১৪—১১—২০২২ ইং তারিখে নজরুল ইসলাম বাদি হয়ে জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন যার নম্বর ৮২৫। এছাড়া মোছাঃ আনোয়ারা বেগম গত ০১—১২—২০২২ ইং তারিখে জামালপুর থানায় আরেকটি সাধারণ ডায়েরী করেন, যার নং ২৮। সাধারণ ডায়েরী হওয়ার পরেও বিভিন্নভাবে হুমকী দিয়ে আসছে মোখলেছুর রহমান। দলিল সূত্রে জানা যায়, নূর ইসলাম, আক্তারুজ্জামান, পিতাঃ খরানু মন্ডল, নজরুল ইসলাম, কাদের ইসলাম, লিটন মিয়া, পিতাঃ জহুরুল ইসলাম, মানিক উদ্দিন, পিতাঃ মোফাজ্জল হোসেন, আলতাফুর রহমান, পিতাঃ মোফাজ্জল হক, শিপন মিয়া, পিতাঃ দুলাল উদ্দিন যার খতিয়ান নং ৯৫৭, জেএল নং ৮৮, দাগ নং ৯৭২, জমির আকৃতি— অকৃষি (ডোবা) দাগের মোট জমি ৯.২০৩ একর এর মধ্যে খতিয়ানের অংশ ০.২৮৭ শতাংশ মোট জমির পরিমাণ ২.৬০৭ শতাংশ। এছাড়া খতিয়ান নং ৯৫৮, মৌজাঃ আড়ংহাটি, জেএল নং ৮৮, ৯৭১ নং দাগে, জমির আকৃতি— অকৃষি (ডোবা) ১২৭৪ এর মধ্যে ০.৬৬২ এর ০৮৪৪ শতাংশ এবং ৯২৫ নং দাগে মৌজাঃ আরংহাটি, জেএল নং ৮৮, জমির আকৃতি— অকৃষি (নামা) ১.০০ একরের মধ্যে ০৪৯৩ শতাংশ জমি নূর ইসলাম আক্তারুজ্জামান গংদের। শুধুমাত্র স্থানীয় ক্ষমতার জোরে মোখলেছুর রহমান সেই জমি নিজের বলে দাবি করে বিভিন্নভাবে হয়রানী করে আসছে। এ বিষয়ে মোখলেছুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।