ঢাকা April 26, 2024, 3:42 am
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মেষ্টায় অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন॥ ফসলের জমি বিনষ্ট

Link Copied!

নিজস্ব প্রতিবেদক।।
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন ও মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে গেছে ঝিনাই নদী আর এই নদী থেকেই অবৈধভাবে প্রতিনিয়ত ড্রেজিং এর মাধ্যমে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালী মহল। মাঝে মধ্যে প্রশাসন ব্যবস্থা নিলেও হয়নি কোনো কাজের কাজ। অপরদিকে প্রশাসনের নাকের ডগায় প্রতিনিয়ত এই সকল অবৈধ ড্রেজিং মেশিন চলে আসলেও কেউ যেন কিছুই জানে না। খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় কয়েকজন প্রভাবশালী স্থানীয় কিছু নেতৃবৃন্দদের হাতে নিয়ে দীর্ঘদিন যাবৎ হাজীপুর বাজার হতে আরংহাটি রাস্তার মাঝে পাইপ দিয়ে প্রায় ১০-১২ টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসলেও জানেন না স্থানীয় ভূমি অফিস কর্মকর্তাগণ।
এ বিষয়ে স্থানীয়রা অভিযোগ করে বলেন, আমরা আমাদের ফসলের জমি বাঁচানোর জন্য বারবার চেষ্টা করলেও বন্ধ করতে পারিনি এই বালু উত্তোলন। প্রশাসনের অনেকেই জানে, যার কারণে বেপোরোয়াভাবে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বালু। এতে ক্ষতি হচ্ছে আমাদের ফসলের জমি ঝিনাই নদীর উপর হাজীপুর-গাজীপুর ব্রিজের একাংশ। ধ্বংস হচ্ছে সরকারী সম্পদ। শুধু মাত্র দুই উপজেলার সীমানা নির্ধারণ না থাকার কারণে জোরালো অভিযান চালাতে পারে না প্রশাসন। এ বিষয়ে মেষ্টা ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী কর্মকর্তা আনছার আলী বলেন, অবৈধ বালু উত্তোলণ বন্ধের জন্য এর আগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু প্রভাবশালী মহল পুনরায় এই অপকর্ম আবার চালু করেছে বলে জানতে পেরেছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি মাহমুদা বেগম বলেন, অবৈধ বালু উত্তোলণ বন্ধে দ্রুত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।