ঢাকা April 19, 2024, 3:58 pm
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মেষ্টা ইউনিয়নে চেয়ারম্যান পদে বারংবার নির্বাচিত আলহাজ্ব মোঃ নাজমুল হক বাবুর কোন বিকল্প নেই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক ॥
জামালপুর সদর উপজেলার ১৩নং মেষ্টা ইউনিয়নে পর পর তিনবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মোঃ নাজমুল হক বাবুকেই আগামী ইউপি নির্বাচনে আবারও পেতে চায় মেষ্টা ইউনিয়নবাসী সকল আবালবৃদ্ধবণিতা। তাদের মতে, মেষ্টা ইউনিয়নে সুযোগ্য চেয়ারম্যান হিসেবে জননেতা আলহাজ্ব মোঃ নাজমুল হক বাবুর কোন বিকল্প নেই।
এদিকে আলহাজ্ব মোঃ নাজমুল হক বাবুর বিষয়ে অনুসন্ধানে জানা যায়, মেষ্টা ইউনিয়নের এক সময়ের গণমানুষের প্রিয় মুখ ছিল সর্বজন শ্রদ্ধেয় মরহুম আব্দুল খালেক মাস্টার। তারই সুযোগ্য পুত্র ১৩নং মেষ্টা ইউনিয়নে পর পর তিনবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা আলহাজ¦ মোঃ নাজমুল হক বাবু। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে মাস্টার্স এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ২০১৫ইং সালে এলএলবি পাশ করেন। ছাত্রজীবন থেকেই পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এই গণমানুষের নেতা। জননেতা আলহাজ্ব মোঃ নাজমুল হক বাবু ১৩নং মেষ্টা ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, ছিলেন ১৩নং মেষ্টা ইউনিয়ন যুবলীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি। বর্তমানে ১৩নং মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। দশ ভাই পাঁচ বোনের মধ্যে জননেতা আলহাজ্ব মোঃ নাজমুল হক বাবু নবম। চেয়ারম্যান হিসেবে জননেতা আলহাজ্ব মোঃ নাজমুল হক বাবু প্রথম দায়িত্বভার গ্রহণ করেন ১৯৯৮ সালে আর ২০০২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১১ সালে মেষ্টা ইউনিয়নবাসীর অকৃত্রিম ভালোবাসায় নজীর হিসেবে পূণরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন এই জননেতা আর অত্যন্ত সুনাম ও নিষ্ঠার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেন ২০১৬ সাল পর্যন্ত। ২০১৬ সালের ইউপি নির্বাচনে ফলাফল কারচুপি হলে তিনি এই প্রহসনের ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা দায়ের করেন এবং ২০১৮ইং সালে আদালতের রায়ে আবারও দায়িত্বপ্রাপ্ত হন। বর্তমানে তিনিই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সেইসাথে হাজীপুর উচ্চ বিদ্যালয়ে ৭বারের নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতিও তিনি। গড়েছেন হাফেজিয়া মাদ্রাসা। এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, কবরস্থান কমিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে প্রতিবারই তিনি চেষ্টা করেছেন অবহেলিত মেষ্টা ইউনিয়নকে সার্বিকভাবে উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের দুঃখ কষ্ট লাঘব করার। যার কারণে মেষ্টা ইউনিয়নবাসীর প্রিয় মুখ হিসেবেই আজও অম্লান রয়েছেন, জননেতা আলহাজ্ব মোঃ নাজমুল হক বাবু। জননেতা আলহাজ্ব মোঃ নাজমুল হক বাবু বর্তমানে তার ইউনিয়নে জন্ম নিবন্ধনে এনেছেন ব্যাপক পরিবর্তন। ইউনিয়নবাসীদের মাঝে জন্ম নিবন্ধনে আগ্রহ সৃষ্টি করতে শুণ্য থেকে দশ দিন বয়সীদের জন্ম নিবন্ধন করা হলে ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয় বিশেষ পুরষ্কার। এ বিষয়ে জননেতা আলহাজ্ব মোঃ নাজমুল হক বাবু বলেন, আমি আগামী নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইতিমধ্যে জেলা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। দল যদি আমাকে যোগ্য মনে করে নৌকা প্রতীক প্রদান করে তাহলে বিপুল ভোটের ব্যবধানে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হবো ইনশাআল্লাহ। কারণ আমি বিশ্বাস করি গণমানুষের ভালোবাসাই আমার শক্তি। আমি যদি আবারও চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তবে মেষ্টা ইউনিয়নকে একটি ডিজিটাল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। সেই লক্ষে সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।