ঢাকা March 29, 2024, 5:28 am
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মেস্টায় আরংহাটি—গগনপুর রাস্তাটি পাকাকরনের দাবি এলাকাবাসীর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের শেষ প্রান্তে আরংহাটি থেকে গগনপুর পর্যন্ত রাস্তাটি পাকাকরনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়রা বলেন, জামালপুর সদর উপজেলার সাথে পাশ্বর্বর্তী মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার কয়েক হাজার মানুষ আরংহাটি—গগনপুর রাস্তা ব্যবহার করে তাদের উৎপাদিত কৃষিপন্যসহ যাতায়াতের কাজ করে আসছে এই রাস্তাটি। অথচ নেই রাস্তার কোনো সংস্কার। এই রাস্তার পাশেই গড়ে উঠেছে আরংহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দের হাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। শুধু মাত্র পাকা রাস্তা না থাকার কারনে বর্ষায় যেমন চলাচল করতে কষ্ট হয় তেমনিভাবে শুষ্ক মৌসুমে ধুলোবালি ও গর্ত থাকার কারনে যানবাহন চলাচল করতে পারে না। চারটি উপজেলার কয়েক হাজার মানুষের এই অবহেলিত রাস্তাটি পাকা করার জন্য বারবার দাবি উঠলেও জন প্রতিনিধিদের থেকে কোনো সহযোগিতা না পাওয়ার কারনে সেটি আর পাকা করা সম্ভব হয়নি। সেই সাথে চান্দের হাওড়া থেকে গগনপুর যাওয়ার জন্য যে রাস্তা ব্যবহার করা হয় সেখানে রয়েছে একটি খাল। স্থানীয়রা উদ্যোগ নিয়ে খালের উপর ড্রামের মাধ্যমে সেতু নির্মাণ করলেও সেখান দিয়ে যানবাহন চলাচল করতে পারে না। জরুরী ভিত্তিতে সেখানে একটি ব্রীজও নির্মাণ করা প্রয়োজন। মেষ্টা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নাজমুল হক বাবু বলেন, প্রতিবছর বন্যায় রাস্তাটি ভেঙ্গে যায়, ইউনিয়ন পরিষদের মাধ্যমে সংস্কার করা হলেও তা দীর্ঘস্থায়ী না হওয়ার কারনে জনদুর্ভোগ সৃষ্টি হয়। রাস্তাটি পাকা করা দরকার। আশা করি দ্রুত রাস্তাটি পাকা হবে। রাস্তাটি পাকা হলে উপকৃত হবে মেষ্টা ইউনিয়নবাসী সহ পাশ^র্বর্তী তিনটি উপজেলার কয়েকহাজার মানুষ।