ঢাকা March 29, 2024, 4:28 pm
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্দুক হামলা: নিহত ২, আহত ২০ এর অধিক

Admin
June 1, 2021 6:48 am | 369 Views
Link Copied!

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের হাইলিয়াহ শহরের একটি কনসার্ট হলে আততায়ীর বন্দুক হামলায় নিহত হয়েছেন ২ জন, আহত হয়েছেন আরো ২০ জনের অধিক। স্থানীয় সময় রোববার রাত ১২ টা থেকে ১টার মধ্যে হামলার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

যুক্তরাষ্ট্রের বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, হাইলিয়াহ শহরের এল মুলা ব্যঙ্কোয়েট হলে ঘটেছে এই ঘটনা। হামলার সময় হলটিতে কনসার্ট চলছিল। আততায়ীরা হামলার পর খুব দ্রুত সেই স্থান থেকে পালিয়ে যায়। হাইলিয়াহ পুলিশের পরিচালক আলফ্রেডো রামিরেজ সাংবাদিকদের বলেন, ‘রাত ১২ টার দিকে ওই কনসার্ট হলের সামনে একটি সাদা গাড়ি এসে থামে। তারপর সেখান থেকে তিনজন নেমে এসে উপস্থিত জনতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। হামলাকারীদের হাতে স্বয়ংক্রিয় বন্দুক ও পিস্তল বা রিভলবার জাতীয় হ্যান্ডগান ছিল।’

পরে এক টুইটবার্তায় রামিরেজ বলেন, ‘কিছু ঠাণ্ডা মাথার খুনী জনতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়েছে এবং আমরা অবশ্যই এর বিচার চাই। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ শহরের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বন্দুক হামলায় অন্তত ২ জন নিহত ও ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত এ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কাউকে গ্রেফতার করা যায়নি।

যুক্তরাষ্ট্রে প্রতিবছর শত শত মানুষ বন্দুক হামলার শিকার হন। বন্দুক হাতে নৃশংসতা থামাতে গত এপ্রিলে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন নতুন আইন জারির ঘোষণা দেন।

এ বছরের প্রথম ১৩২ দিনে যুক্তরাষ্ট্রে অন্তত ২০০টি গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।