ঢাকা April 25, 2024, 4:26 pm
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হয়েছে ঝগড়ারচর গরু হাট

Admin
July 15, 2021 10:27 am | 420 Views
Link Copied!

মাহবুবুর রহমান নাহিদ: শেরপুরের শ্রীবরদী উপজেলার অন্তর্গত ঝগড়ার চর বাজারে স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হয়েছে গরু হাট।

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মধ্যে বড় বড় হাট গুলোর মধ্যে অন্যতম একটি বড় হাট ঝগড়ার চর বাজার হাট। সপ্তাহের বুধবার হচ্ছে সবচেয়ে বড় হাট। গ্রামাঞ্চলের কেন্দ্রীয় অংশে বাজারটি অবস্থিত হওয়ায় বিভিন্ন অঞ্চলের গরু বিক্রেতারা গরু বিক্রয়ের জন্য এই হাটে আসেন।

১৪ জুলাই বুধবার শ্রীবরদী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার এবং অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দাস হাট পরিদর্শনের সময় স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনা করার নির্দেশ প্রদান করেন।

গরু-মহিষ হাটের ইজারাদার মোস্তাকিন বিল্লাহ রিপন, আহসানুল রকি এবং কমিটির অন্যান্য সদস্যদের নেতৃত্বে চলমান করোনা মহামারীর যাবতীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়। ক্রেতা বিক্রেতাদের মাঝে ইজারাদারের পক্ষ থেকে বিনামূল্যে মাক্স বিতরণ করা হয় এবং শারীরিক দূরত্ব বজায় রাখা হয়।

আহসানুল রকি ‘শেরপুর টুডে’ কে জানান, পবিত্র ঈদ উল আযহা কাছাকাছি চলে আসায় গরু ক্রয়-বিক্রয় ঊর্ধ্বমুখী রয়েছে। তবে আমরা সরকারি বিধি নিষেধ অনুসরণ করেই হাট পরিচালনা করছি।