বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:৪৭ পূর্বাহ্ন
নকলা, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় আইজিএ প্রকল্পের অধীনে কর্মহীন মহিলাদের দক্ষ করার লক্ষে ব্লক বাটিক ও বিউটিফিকেশন ট্রেডের ১০ম ব্যাচের ৫০জন প্রশিক্ষনার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরের দিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এসব চেক বিতরণ করা হয়।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন ক্যাটাগরির প্রশিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এলাকার নারী প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমিন জানান, মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় আইজিএ প্রকল্পের সহায়তায় ব্লক বাটিক ট্রেডের ২৫ জন ও বিউটিফিকেশন ট্রেডের ২৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে প্রতিদিন হাজিরা ভিত্তিক ১০০ টাকা হারে ৬০ দিনে প্রতিজনে মোট ৬ হাজার টাকা মূল্যের চেক বিতরণ করা হয়েছে।প্রশিক্ষনার্থীরা এখান থেকে প্রশিক্ষন নিয়ে দক্ষ হয়ে স্বাবলম্বী হয়ে উঠতে পারলেই এই প্রশিক্ষনের স্বার্থকতা ও উদ্দেশ্য সফল হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.