ঢাকা April 25, 2024, 12:08 am
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নকলায় সেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়

Admin
June 7, 2021 4:28 pm | 142 Views
Link Copied!

আব্দুল্লাহ আল-আমিন, নকলা, (শেরপুর) প্রতিনিধি: একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক রক্তসৈনিকের বন্ধন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে রক্তসৈনিক নকলা পৌরশাখার উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়েছে।

৬ই জুন রবিবার শেরপুরের নকলা পৌরসভাধীন গড়েরগাঁও বঙ্গবন্ধু চত্বরে সকাল ১১ টা থেকে শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইনটি চলে।

কর্মসূচির মাধ্যমে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন পাড়া ও মহল্লার ৩৬০ জন নারী-পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধের রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদান বিষয়ক সচেতনতা প্রদান করা হয়।

রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইনে ডাঃ মাহমুদুল হাসান,রক্তের ফোঁটায় মানবতার প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আলম চমক,এক্টিভ ব্লাড পয়েন্টের পরিচালক আদিব, প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ সহায়তা করেন।

উল্লেখ্য,রক্তসৈনিক নকলা পৌর শাখার আহ্বায়ক রাশেদুল কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জরিপ হোসেন এবং প্রধান অতিথি হিসেবে রক্তসৈনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু এবং বিশেষ অতিথি হিসেবে জেলার কার্যকরী সভাপতি আশরাফুল আলম,সহসভাপতি মোঃ আল আমীন,মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক মোঃ ছায়েদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে রক্তসৈনিক নকলার কার্যকরী সভাপতি আব্দুল্লাহ আল-আমিন,সাধারণ সম্পাদক মকিব হোসেন মামুন,
যুগ্ম সাধারণ সম্পাদক মোকসেদুল মমিন,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ ছাড়াও ডিভাইস হেল্পারস অব বাংলাদেশ নকলা উপজেলা শাখার সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন,ব্লাড ব্যাংক অফ নকলার প্রচার সম্পাদক রাইসুল ইসলাম রিফাত, রক্তসৈনিক নকলা পৌরশাখার কার্যকরী সদস্য ইমাম হাসান সাব্বির,আবিদ হাসান আবির,নাহিদ রাব্বি রিফাত,জান্নাতুল ইসলাম নাঈম,মোঃ শাকিল ফরাজি,
মোঃ সোহেল রানা,মোঃ আতিকুর রহমানসহ রক্তসৈনিক নকলা উপজেলা ও পৌরশাখাসহ বিভিন্ন সংগঠনের অর্ধশতাধিক সদস্য এবং শুভাকাঙ্খীগণ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান,দুর্ঘটনায় আহত, ক্যান্সার বা অন্য কোন জটিল রোগে আক্রান্ত, অস্ত্রোপাচার কিংবা প্রসূতি মা ও থ্যালাসেমিয়ার মতো বিভিন্ন রোগের চিকিৎসায় রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়।
কিন্তু এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের রক্ত দাতা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে।তাই জনসচেতনতা বৃদ্ধি করতে এ ধরনের ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে এবং সকলের সার্বিক সহযোগিতা পেলে ভবিষ্যতে এ কাজের ধারা অব্যাহত থাকবে।