ঢাকা September 15, 2024, 12:01 am
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

অল্প বয়সে সফল ইউটিউবার কাপাসিয়ার ছেলে মানিক

Link Copied!

মোঃ সাইদুর রহমান সাদী ।।

গাজীপুর জেলা টোক ইউনিয়নের প্রবাসী মোঃ নজরুল ইসলামের ছোট পুত্র মোঃ মানিক মিয়া সফল ইউটিউবার হলেন। তিনি বাংলা ট্রিপল টেক (Bangla Triple Tech ) নামে গত ০৪ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ থেকে ইউটিউব চ্যানেলে নবযাত্রা শুরু করেন। হাটিহাটি পা পা করে তার অক্লান্ত পরিশ্রমের ফলে কিছু দিন আগে নগদীকরণ (মনিটাইজ) চালু হয়েছে। এভাবেই হাটিহাটি পা পা করে তার অক্লান্ত পরিশ্রমের ফলে আজ এই সফলতা,, তিনি বয়সে ছোট হলেও অনেক ভালো কাজ করতেছে আর ( মানিক ) আপনাদের সকলের কাছ থেকে দোয়া চেয়েছে , আর তার ভবিষ্যতের ইচ্ছে বড় হয়ে গরিব দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়াবেন , তার এই সফলতা শুধুমাত্র আপনাদের জন্যই তাই আপনারা সবাই তাকে এভাবে সাপোর্ট করবেন আর ভালোবাসা দিবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো কিছু করবেন। হয়তো একটা সময় তার কিছুই ছিলো না। ভিডিও করার মতো জায়গা ছিলো না। তারপরও সে হাল ছেড়ে দেয়নি। তাকে নিয়ে অনেকে হাসি ঠাট্টা করতো। আজ যেমন সে সফল ইউটিউবার। তার পাশাপাশি ফেসবুকেও তার জনপ্রিয়তা অনেক। তার কাজের মাধ্যমে একটা জিনিস প্রকাশ পায়। চেষ্টা কখনো বিফলে যায় না।

মানিক বলেনঃ আমাকে নিয়ে কে কি বললো বা চিন্তা করলো তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার গতিতে এগিয়ে যাবো ইনশাল্লাহ।