বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
কবিতা : জুতোবদন । কবি : মো: জাকির হোসেন অপু কবিতা : বারবনিতা লেন । কবি : মো: জাকির হোসেন অপু অবশেষে জামালপুর থেকে ছাড়বে ‘বিজয় এক্সপ্রেস’ একনজরে আওয়ামী লীগের ২৯৮ প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করছেন এমপি মুরাদ! নৌকার টিকিট পেলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম দৈনিক সত্যের সন্ধানের প্রতিদিন পত্রিকার কর্মকর্তা—কর্মচারীদের জন্য বাংলালিংক কর্পোরেট সিমের চুক্তি সম্পন্ন জামালপুর প্রেসক্লাবের হেভিওয়েট ৬ সদস্য দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি ১০ নভেম্বর মরহুম সিরাজুল ইসলাম খান (ছোট মাষ্টার) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট — ২০২৩ সিজন—২ এর ফাইনাল খেলা
অল্প বয়সে সফল ইউটিউবার কাপাসিয়ার ছেলে মানিক

অল্প বয়সে সফল ইউটিউবার কাপাসিয়ার ছেলে মানিক

মোঃ সাইদুর রহমান সাদী ।।

গাজীপুর জেলা টোক ইউনিয়নের প্রবাসী মোঃ নজরুল ইসলামের ছোট পুত্র মোঃ মানিক মিয়া সফল ইউটিউবার হলেন। তিনি বাংলা ট্রিপল টেক (Bangla Triple Tech ) নামে গত ০৪ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ থেকে ইউটিউব চ্যানেলে নবযাত্রা শুরু করেন। হাটিহাটি পা পা করে তার অক্লান্ত পরিশ্রমের ফলে কিছু দিন আগে নগদীকরণ (মনিটাইজ) চালু হয়েছে। এভাবেই হাটিহাটি পা পা করে তার অক্লান্ত পরিশ্রমের ফলে আজ এই সফলতা,, তিনি বয়সে ছোট হলেও অনেক ভালো কাজ করতেছে আর ( মানিক ) আপনাদের সকলের কাছ থেকে দোয়া চেয়েছে , আর তার ভবিষ্যতের ইচ্ছে বড় হয়ে গরিব দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়াবেন , তার এই সফলতা শুধুমাত্র আপনাদের জন্যই তাই আপনারা সবাই তাকে এভাবে সাপোর্ট করবেন আর ভালোবাসা দিবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো কিছু করবেন। হয়তো একটা সময় তার কিছুই ছিলো না। ভিডিও করার মতো জায়গা ছিলো না। তারপরও সে হাল ছেড়ে দেয়নি। তাকে নিয়ে অনেকে হাসি ঠাট্টা করতো। আজ যেমন সে সফল ইউটিউবার। তার পাশাপাশি ফেসবুকেও তার জনপ্রিয়তা অনেক। তার কাজের মাধ্যমে একটা জিনিস প্রকাশ পায়। চেষ্টা কখনো বিফলে যায় না।

মানিক বলেনঃ আমাকে নিয়ে কে কি বললো বা চিন্তা করলো তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার গতিতে এগিয়ে যাবো ইনশাল্লাহ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com