বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
কবিতা : জুতোবদন । কবি : মো: জাকির হোসেন অপু কবিতা : বারবনিতা লেন । কবি : মো: জাকির হোসেন অপু অবশেষে জামালপুর থেকে ছাড়বে ‘বিজয় এক্সপ্রেস’ একনজরে আওয়ামী লীগের ২৯৮ প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করছেন এমপি মুরাদ! নৌকার টিকিট পেলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম দৈনিক সত্যের সন্ধানের প্রতিদিন পত্রিকার কর্মকর্তা—কর্মচারীদের জন্য বাংলালিংক কর্পোরেট সিমের চুক্তি সম্পন্ন জামালপুর প্রেসক্লাবের হেভিওয়েট ৬ সদস্য দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি ১০ নভেম্বর মরহুম সিরাজুল ইসলাম খান (ছোট মাষ্টার) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট — ২০২৩ সিজন—২ এর ফাইনাল খেলা
সিরাজগঞ্জের মিজানুর রহমান হতে চাই ফুটবলার

সিরাজগঞ্জের মিজানুর রহমান হতে চাই ফুটবলার

মোঃ সাইদুর রহমান সাদী ।।

পৃথিবীতে কেউ সাফল্যের চামচ নিয়ে জন্মলাভ করে না। কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করতে হয়। প্রবাদ আছে, ‘পরিশ্রম সাফল্যের চাবিকাঠি’। পরিশ্রমের দ্বারা ভাগ্যের চাবিকাঠি এমনভাবে পরিবর্তন করা সম্ভব। মানুষ যদি তার লক্ষ্যে অটুট থাকে এবং সেই অনুযায়ী কাজ করে, তবে একদিন সে সাফল্যের চূড়ায় পৌঁছতে পারে। আমাদের চারপাশে অনেক প্রতিভাবান ব্যক্তি দেখতে পাই। পৃথিবীর ইতিহাসে অনেক সফল ব্যক্তির নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। মানুষ কোনো কাজে প্রথমবারেই সাফলতা লাভ নাও হতে পারে। দীর্ঘদিনের পরিশ্রম বা নিরবচ্ছিন্ন পরিশ্রমের ফলেই ধরা দেয় কাক্সিক্ষত সাফল্য। কোনো কাজে ব্যর্থ হলে তাতে হতাশ না হয়ে সেই কাজে কঠোর মনোনিবেশ করলে সফল হওয়া অবশ্যই সম্ভব। তেমনি সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল মেহমানশাহী গ্রামের মোঃ হাফিজুল ইসলামের পুত্র মোঃ মিজানুর রহমান হতে চায় ফুটবলার। ছোটবেলা থেকে তার ফুটবলের প্রতি খুব আগ্রহ। তিনি চেয়েছিলেন ছোটবেলা থেকেই কোন একাডেমি তে ভর্তি হতে কিন্তু মধ্যবিত্ত আর ফুটবলের জন্য পরিবারের কোনো সাপোর্ট নেই বলে তার এই স্বপ্ন সম্পন্ন হয়নি। সে এখন নিজের পরিশ্রমের মাধ্যমে একাডেমির কোন না কোন জায়গায় অংশগ্রহণ করতে চাই।

এ বিষয়ে মিজানুর রহমান আমাদের প্রতিবেদককে বলেন, আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার এই বিষয়টা হলো অনলাইন থেকে অল্প হলেও ইনকাম করতে পারি এইজন্য নিজেকে হ্যাপিনেস মনে করতে পারি সবসময় আমার জন্য দোয়া করবেন আর সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। ১৭ কোটি মানুষের দেশ ক্রিকেটে যখন ভালো করতে পেরেছে ফুটবলে সেটা কেন করতে পারবে না? শুধু একটু সহানুভূতি এবং সাহায্যের হাত বাড়ালে তরুণ প্রজন্ম পারবে লাল সবুজ পতাকার হয়ে খেলতে বিশ্বকাপ ফুটবল। জীবনে মানুষের জয় হল আসল অলওয়েজ সবসময় দোয়া করবেন ধন্যবাদ সবাইকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com