নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুরে বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ মোঃ মিলন সরকার (২৫) নামে অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
১৯ জানুয়ারি বুধবার ভোর ৪টায় র্যাব-১৪ (সিপিসি-১) সদস্যরা জামালপুর জেলার সদর উপজেলার দিগপাইত বাজারস্থ ডাচ-বাংলা ব্যাংকের সামনে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত মিলন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের মোঃ তোরাব সরকারের ছেলে। তার বিরুদ্ধে ইতোপূর্বে বিভিন্ন থানায় একাধিক মাদক ও হত্যা মামলা রয়েছে।
র্যাবের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান জানান, গ্রেফতারকৃত মিলন দুর্র্ধর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে দেশের বিভিন্ন স্থানে অস্ত্র ও মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার এবং তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড এ্যামুনিউশন, ৫ গ্রাম হেরোইন ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলের আনুমানিক মূল্য ৫০ হাজার ও হেরোইনের মূল্য ৫০ হাজার টাকা। তার আসামীর বিরুদ্ধে জামালপুর সদর থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।