ঢাকা April 24, 2024, 4:21 pm
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নব নির্বাচিত গভর্ণিং বডির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

মোঃ সাইদুর রহমান সাদী ||
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী ভাটারা স্কুল এন্ড কলেজের নব নির্বাচিত গভর্ণিং বডির পরিচিতি ও আলোচনা সভা গত ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহম্মেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আওলাদ হোসেন খসরু, সরিষাবাড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বাদশা, সরিষাবাড়ি পৌর মেয়র মোঃ মনিরউদ্দিন মনির, ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন বাদল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবক, দানবীর, সাদা মনের মানুষ, ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গভর্ণিং বডির নব নির্বাচিত সভাপতি ও ঢাকাস্থ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উপ-পরিচালক আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম। জানা যায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ গত ১ ডিসেম্বর ২০২১ ইং সালে ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য গভর্ণিং বডির কমিটি গঠনের অনুমোদন দেয়। গভর্ণিং বডিতে আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিককে সভাপতি, কলেজ অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। গভর্ণিং বডি কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাধারণ শিক্ষক সদস্য মোঃ আবু হাসান ও মোঃ আঞ্জুর রহমান, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য শাহাজাদী খানম। অভিভাববক সদস্যরা হলেন যথাক্রমে : মোঃ রেজাউল করিম, মোঃ আব্দুল হক, মোঃ আছলাম আনোয়ার, শাহ্ মোঃ রবিউল আলমকে মনোনিত করে পূর্ণাঙ্গ কমিটি প্রদান করে। গত ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার পূণাঙ্গ কমিটি প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক বলেন, বিদ্যালয় পরিচালনা করার জন্য আমি সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। সকলের সহযোগিতায় সম্ভব একটি সুন্দর পরিবেশে শিক্ষা প্রদান। আমাদের সন্তানরা যদি সুন্দর পরিবেশে শিক্ষা গ্রহণ করে, তবে তারা আগামীতে এই প্রতিষ্ঠানসহ জেলার সুনাম বয়ে আনবে। প্রতিষ্ঠানে যে সকল অসমাপ্ত কাজ রয়েছে আমি চেষ্টা করবো তা দ্রুত বাস্তবায়ন করার। বিদ্যালয়ের অধ্যক্ষ ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষার মান ধরে রাখার জন্য শুধু গভর্ণিং বডির সদস্য নয়, অভিভাবকদেরও রয়েছে অনেক দায়িত্ব। তাদেরকেও শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানে খোঁজ খবর নিতে হবে। আশা করি নতুন কমিটির সদস্যগণ শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য ভালো কিছু করবেন।