ঢাকা October 8, 2024, 8:58 am
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে জিংক ধান ব্রিধান ৭২ প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত

Admin
November 16, 2021 9:39 am | 414 Views
Link Copied!

বিশেষ প্রতিনিধি: শেরপুরে ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে হারভেষ্টপ্লাস বিংস প্রকল্পের আয়োজনে জিংক ধান ব্রিধান ৭২ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার ৯নং চরমোচারিয়া ইউনিয়নের চরবাবনা এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। স্থানীয় সমাজসেবক হাসান আলী আকন্দ এর সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের জেলা প্রশিক্ষন কর্মকর্তা সুলতান আহম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রোবাইয়া ইয়াছমিন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইশরাত জাহান সুইটি।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রজেক্ট অফিসার আজিজুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা খাইরুল ইসলাম, কমিউনিটি সম্প্রসারন সুপারভাইজার মো. নাজমুল হুদা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জিংক চালের ভাত খেলে ছেলে মেয়েরা খাটো হয়না, মেধা বিকাশ হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। গর্ভবতী মা ও কিশোর কিশোরীদের শারিরীক দুর্বলতা হয়না।

মাঠ দিবস অনুষ্ঠানে এলাকার ১শত ৮০ জন কৃষক কৃষানীগণ অংশ গ্রহন করেন।

অনুষ্ঠান শেষে মো. মোশারফ হোসেন এর প্রদর্শনীতে নমুনা ফসল কর্তন করে হেক্টর প্রতি ৬.৫ টন ফলন পাওয়া যায়। পরে উপস্থিত সকলে ফলনে খুশি হন এবং আগামী বোরো মৌসুমে জিংক ধান ব্রিধান৭৪ ও ব্রিধান৮৪ চাষাবাদ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।