শনিবার, ০৩ Jun ২০২৩, ০৪:৫২ অপরাহ্ন
সরিষাবাড়ী প্রতিনিধি ॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ২০২০ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ ও সবজি বিতরণ করা হয়েছে। ১৩ জানুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিট শাখার উদ্যোগে এসব বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক পরিবারকে ৪ হাজার ৫০০ টাকা ও ৮ প্রকারের সবজি বীজ দেওয়া হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ, রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিট কর্মকর্তা (ইউএলও) কামাল উদ্দিন, জেলার যুব প্রধান সাদ্দাম হোসেন প্রমুখ।
Leave a Reply
You must be logged in to post a comment.