রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:১০ পূর্বাহ্ন

শিরোনাম
কবিতা : জুতোবদন । কবি : মো: জাকির হোসেন অপু কবিতা : বারবনিতা লেন । কবি : মো: জাকির হোসেন অপু অবশেষে জামালপুর থেকে ছাড়বে ‘বিজয় এক্সপ্রেস’ একনজরে আওয়ামী লীগের ২৯৮ প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করছেন এমপি মুরাদ! নৌকার টিকিট পেলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম দৈনিক সত্যের সন্ধানের প্রতিদিন পত্রিকার কর্মকর্তা—কর্মচারীদের জন্য বাংলালিংক কর্পোরেট সিমের চুক্তি সম্পন্ন জামালপুর প্রেসক্লাবের হেভিওয়েট ৬ সদস্য দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি ১০ নভেম্বর মরহুম সিরাজুল ইসলাম খান (ছোট মাষ্টার) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট — ২০২৩ সিজন—২ এর ফাইনাল খেলা
আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের মৃত্যুতে বকশীগঞ্জে শোকের ছায়া

আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের মৃত্যুতে বকশীগঞ্জে শোকের ছায়া

বকশীগঞ্জ প্রতিনিধি ।।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জামালপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি আবুল কালাম আজাদ মেডিসিন (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ ডিসেম্বর ভোর ৫টায় মারা যান। আবুল কালাম আজাদ মেডিসিন কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি মৃত্যুকালে মা, স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে ও ছয় বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ ৪ ডিসেম্বর জুমার নামাজ বাদ জানাজা শেষে বকশীগঞ্জ উপজেলার মালিরচর নয়াপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বকশীগঞ্জ উপজেলার সর্বত্রই শোকের ছায়া নেমে এসেছে। আবুল কালাম আজাদ মেডিসিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও ব্যক্তি হিসেবে সব দলের নেতৃবৃন্দের সাথে তার সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বজায় ছিল। একারণে সকল শ্রেণির মানুষ তার মৃতুতে ব্যথিত হয়েছেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ তার মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছেন। জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ, সহসভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ ঢাকার সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিল্লাল সিদ্দিকী, কোহিনূর এমদাদ এগ্রো প্রোডাক্ট লি. এর ব্যবস্থাপনা পরিচালক সমাজসেবক এমদাদুল হক এমদাদ, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বস্ত্র প্রকৌশলী আল ইমরান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com