শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: জামালপুর ও শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা জামালপুরের ইসলামপুর যমুনার তীরবর্তী ৬শতাধিক করোনায় কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন।
শনিবার দিন ব্যাপী এমপি হোসনে আরা নিজে জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনা তীরবর্তী, বেলগাছা, চিনাডুলী ও কুলকান্দি করোনায় কর্মহীন পরিবারের বাড়ি বাড়ি গিয়ে নিজের উদ্যোগ ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চাল, ডাল, আলু, সেমাই, চিনি, মিল্কভিটা দুধসহ এইসব ত্রাণ সামগ্রী তুলে দেন।
এসময় এমপি হোসনে আরা বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এমপি বানিয়েছেন মানুষের সেবায় কাজ করার জন্য; তাই প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৩শত ও আমার নিজের উদ্যোগে ৩শতসহ ৬শত খাদ্য প্যাকেট নিয়ে করোনা দুর্যোগকালীন সময়ে আমি আপনাদের খুঁজ নিতে এসেছি। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। ”
Leave a Reply
You must be logged in to post a comment.