ঢাকা September 15, 2024, 12:37 am
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয় : ধর্ম প্রতিমন্ত্রী

Link Copied!

ইসলামপুর  প্রতিনিধি ।।
সাংবাদিক জাতির দর্পন, দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়। তারা জীবন বাজি রেখে সংবাদ সংগ্রহ জাতির নিকট তুলে ধরে। আজকে দেশ উন্নয়নে পেছনে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রয়েছে। গত ৮ ফেব্রুয়ারি বিকালে জামালপুর ইসলামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এসব কথা বলেন। তিনি আরো বলেন, সাংবাদিকররা তৃণমূল থেকে সংবাদ তুলে এনে প্রচারের ফলে সেসব চিহ্নিত করায় গ্রাম আজ শহরে রূপান্তরিত হচ্ছে। তিনি আগামী দিনে দেশ ও জাতির উন্নয়নে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়াম্যান এস এম জামান আব্দুন নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ ও মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামান আবু নাছের চার্লেস চৌধুরী, ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুস সামাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মুরাদ, সাধারণ সম্পাদক এম কে দোলন বিশ্বাস, জ্যেষ্ঠ সাংবাদিক ওসমান হারুনী, কোরবান আলী ও কৃষিবিদ শফিকুর রহমান শিবলী। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ্, সাংবাদিক রহিমা সুলতানা মুকুল, এম শফিকুর ইসলাম ফারুক, লিয়াকত হোসাইন লায়ন, রোকনুজ্জামান সবুজ, শহিদুল ইসলাম কাজল, সাইদুর, আব্দুল্লাহ আল নোমান, হোসেন আলী শাহ ফকির, ইয়ামিন মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।