রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৪২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: জামালপুরের ইসলামপুর চরপুটিমারী ইউনিয়নের আওতাধীন চতলাপাড়া গ্রামের আওয়াল (১৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক ওই গ্রামের খলিলুরের ছেলে।
মৃতের চাচা সোহেল জানান, আওয়াল শনিবার সন্ধ্যার পর থেকে বাড়ি ছিল না। গভীর রাতে কে বা কাহারা মেরে রক্তাক্ত অবস্থায় তার ঘরের পাশে লাশ রেখে যায়।
আজ ২৫ জুলাই রবিবার ফজর নামাজের পর স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে ইসলামপুর থানা পুলিশ কে জানায়।
খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত আওয়াল পেশায় একজন ড্রেজার শ্রমিক ছিলেন। এ ঘটনায় নিহত পরিবারে শোকের মাঝে শোকের ছায়া নেমেছে।
পরিদর্শনকালে ইসলামপুর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সুমন মিয়া জানান, ঘটনা তদন্ত করে হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে, এটি একটি হত্যা কান্ড। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.