নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণায় আগামী ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ৮৪৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে জামালপুর জেলার ৬৮টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। জামালপুর জেলার সদর উপজেলার কেন্দুয়া, শরিফপুর, লক্ষীরচর, তুলশীরচর, ইটাইল, নুরুন্দি, ঘোড়াধাপ, বাঁশচড়া, রানাগাছা, শ্রীপুর, শাহবাজপুর, তিতপল্লা, মেষ্টা, দিগপাইত, রশিদপুর।
মেলান্দহ উপজেলার দুরমুট, কুলিয়া, মাহমুদপুর, নাংলা, নয়ানগর, আদ্রা, চরবানী পাকুরিয়া, ফুলকোচা, ঘোষেরপাড়া, ঝাউগড়া, শ্যামপুর। ইসলামপুর উপজেলার কুলকান্দি, বেলগাছা, চিনাডুলী, সাপধরী, নোয়ারপাড়া, ইসলামপুর, পাথর্শী, পলবান্ধা, গাইবান্ধা, গোয়ালেরচর, চরপুটিমারী, চরগোয়ালীনি।
দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা, চরআমখাওয়া, পাররাম রামপুর, হাতীভাঙ্গা, বাহাদুরাবাদ, চিকাজানী, চুকাইবাড়ী, দেওয়ানগঞ্জ।
সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া, পোগলদিঘা, ডোয়াইল, আওনা, পিংনা, ভাটারা, কামরাবাদ, মহাদান।
মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ, কড়ইচড়া, গুনারীতলা, বালিজুড়ী, জোড়খালী, আদারভিটা, সিধুলী।
বকশীগঞ্জ উপজেলার ধানুয়া, বগারচর, বাট্টাজোড়, সাধুরপাড়া, বকশীগঞ্জ, নিলক্ষিয়া ও মেরুচর মোট ৬৮টি ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনের মনোনয়নপত্র জমা শেষ তারিখ ১৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১-২৩ আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর। প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।