সোমবার, ০৫ Jun ২০২৩, ০৬:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুর পৌর শহরের সফি মিয়ার বাজারে হামদার্দ জামালপুর, সরিষাবাড়ী ও বকশিগঞ্জ শাখার যৌথ উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ও স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের স্মরনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করার লক্ষ্যে গত ১৬ ডিসেম্বর ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মুহাঃ মাহফুজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ মোস্তাক আহমেদ চৌধুরী, হামদার্দ জামালপুর এরিয়া ম্যানেজার মোঃ রোকনোজ্জামান, চিকিৎসক হাকীম সৈয়দ আব্দুল্লাহ্ আল-মামুন, হাকীম খাদিজাসহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীগণ। এসময় প্রধান অতিথি ডাঃ মুহাঃ মাহফুজুর রহমান বলেন, হামদার্দ বাংলাদেশের একটি বৃহৎ আয়ুবেদিক চিকিৎসা প্রতিষ্ঠান। দীর্ঘদিন যাবৎ তারা সুনামের সাথে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। ফ্রি চিকিৎসা ক্যাম্প একটি ভালো উদ্যোগ, এতে করে অসহায় হতদরিদ্র মানুষ তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ পাবে।
Leave a Reply
You must be logged in to post a comment.