শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
১নং কেন্দুয়া ইউনিয়নের সফল জনতার চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান সোহেল মাদারগঞ্জে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু  ১নং কেন্দুয়া ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত প্রচারে ব্যস্ত আ.লীগের প্রার্থীরা কৌশলী অবস্থানে বিএনপি মাদারগঞ্জ পৌরসভার নব নির্মিত ভবন উদ্বোধন করলেন মির্জা আজম এমপি  মাদারগঞ্জ ঝাড়কাটা বালিকা উচ্চ বিদ্যালয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ মাদারগঞ্জে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত মেষ্টার চান্দের হাওড়া এলাকার রাস্তা নয়, যেন মরণ ফাঁদ! চরম দুর্ভোগে এলাকাবাসী জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আন্ত:বিভাগ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় ইংরেজি বিভাগ কে ১—০ গোলে হারিয়ে আইন বিভাগ চ্যাম্পিয়ন মাদারগঞ্জে ভূমি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন  উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল
দেওয়ানগঞ্জে কালের কন্ঠ প্রতিনিধির পিতার ১১তম মৃত্যুবার্ষিকী পালন

দেওয়ানগঞ্জে কালের কন্ঠ প্রতিনিধির পিতার ১১তম মৃত্যুবার্ষিকী পালন

জাকিউল ইসলাম, দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি: আজ ২৭ জুন রবিবার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বিশিষ্ট ঠিকাদার আলহাজ্ব আবু সাঈদের ১১ তম মৃত্যুবার্ষিকী।

২০১০ সালের এই দিনে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আমেরিকার ভার্জিনিয়ায় মৃত্যুবরণ করেন তিনি ।
দিবসটি স্মরণে তার প্রতিষ্ঠিত বাহাদুরাবাদ হাফেজিয়া মাদ্রাসায় আজ সকালে খতমে কুরআন এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় হাফেজিয়া মাদ্রাসার শতাধিক ছাত্ররা এতে অংশগ্রহণ করে।

আবু সাঈদ ১৯৭২ সাল থেকে ২০১০ সালের জুন মাস পর্যন্ত আমৃত্যু টানা ৩৮ বছর বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে গেছেন। এত দীর্ঘ সময় ধরে তৃণমূলের গুরুত্বপূর্ণ পদে থাকার নজির দেশের তৃনমূল রাজনীতির ইতিহাসে বিরল। তিনি একজন ত্যাগী নিবেদিত প্রাণ নেতা ছিলেন সারাজীবন তিনি দলের জন্য উৎসর্গ করেছেন ।

একজন সৎ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে দেওয়ানগঞ্জ উপজেলার সব দলের ভেতর তার ব্যাপক সুনাম ছিল । তিনি দল মতের ঊর্ধ্বে উঠে সবার কাছে গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিলেন ।

ঊনসত্তরের গণঅভ্যুত্থানে দেওয়ানগঞ্জে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন । অসহযোগ আন্দোলন চলাকালে মিছিলের সামনে থেকে বিশাল আকৃতির রামদা নিয়ে বাহাদুরাবাদ থেকে মিছিল নিয়ে দেওয়ানগঞ্জ বাজারে সমেবেত হয়েছিলেন। মুক্তিযুদ্ধের ২ নং সেক্টর কমান্ডার মেজর জেনারেল খালেদ মোশাররফের নির্দেশনায় সাবেক ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের নেতৃত্বে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি শরণার্থী হিসেবে ভারতে অবস্থান করে মহেন্দ্রগঞ্জ ক্যাম্পে থেকে সহযোগী হিসেবে মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহযোগিতা করেছেন ।

সত্তর আশির দশকে জামালপুর জেলার কয়েকজন খ্যাতিমান প্রথম শ্রেণীর ঠিকাদারদের একজন ছিলেন তিনি। তিনি ব্যাক্তিজীবনে অনেক সামাজিক ধর্মীয় কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন।
বর্ণাঢ্য জীবনের অধিকারী আবু সাঈদ আজকের এই দিনে মাত্র ৬৩ বছর বয়সে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ।

আবু সাঈদ দৈনিক কালের কন্ঠে এবং বাংলা টিভির দেওয়ানগঞ্জ প্রতিনিধি তারেক মাহমুদের পিতা । উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন এবং বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান সাকিরুজ্জামান রাখালের বড় মামা ।
এক শোক বার্তায় উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন জানান আবু সাঈদ আমার আপন বড় মামা তার মৃত্যু বার্ষিকীতে তার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি। মামার হাতেই আমার রাজনীতির হাতে খড়ি তার হাত ধরেই আওয়ামীলীগের রাজনীতিতে এসেছিলাম। আজ আমার জীবনের যতটুকু সাফল্য তার পিছনে মামার বিরাট অবদান রয়েছে। ভাগিনা হিসেবে মামার অনেক আদর স্নেহ পেয়েছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com