বুধবার, ০৭ Jun ২০২৩, ০৫:১৪ অপরাহ্ন
আব্দুল্লাহ আল-আমিন, নকলা প্রতিনিধি: শেরপুরের নকলায় গতকাল শনিবার বানেশ্বরদী ইউনিয়নের মোজারকান্দা গ্রামের সড়ক দূর্ঘটনায় নিহত পোশাক শ্রমিক সোহাগের বাড়িতে গিয়ে জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক তার পরিবারের সদস্যদের খোঁজ খবর ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (১ আগস্ট) সকালে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের মোজারকান্দা গ্রামের পোশাক শ্রমিক নিহত সোহাগের বাবা আতশ আলীর বাড়িতে গিয়ে শোক প্রকাশ করার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এরপরে সড়ক দুর্ঘটনায় নিহত পোশাক শ্রমিক সোহাগের বাবা-মায়ের হাতে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের পক্ষে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলেদেন ইউএনও জাহিদুর রহমান।
এসময় স্থানীয় বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, ইউপি সদস্যগণ, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বী রাজন ও সদস্য রাইসুল ইসলাম রিফাত সহ এলাকার গন্যমান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.