আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিজেদেরকে কেউ অসহায় ভাববেন না, শেখ হাসিনা সরকার সবসময় আপনাদের পাশে আছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তার সরকারি বাসভবন থেকে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, এখন দেশের সংকট। আর এই সংকটে বিভাজনের রাজনীতি করোনা ভাইরাসকে আরও শক্তিশালী হওয়ার সুযোগ দিয়ে ভয়ংকর করে তুলবে। সকলের ঐক্যবদ্ধ লড়াই প্রাণঘাতি করোনাকে পরাজিত করার সবচেয়ে কার্যকর হাতিয়ার।
আওয়ামী লীগের দ্বিতীয় শীর্ষ এই নেতা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুরো জাতি আজ এক লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। আমাদের এই লড়াইয়ে জিততেই হবে। স্বাস্থ্যবিধি মেনে চললে অবশ্যই আমাদের বিজয় আসবে।