ঢাকা September 15, 2024, 12:31 am
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পায়েলের সঙ্গে রসায়ন বরাবরই চমৎকার -ইমরান

Link Copied!

স.স.প্রতিদিন ডেস্ক ।।

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। ৫ সেপ্টেম্বর নিজের জন্মদিনে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। গানের শিরোনাম ‘পরাণ বন্ধু’। কবির বকুলের কথায় এর সুর ও সংগীতও ইমরানের করা। এই গানের শুটিং সম্প্রতি শেষ করেছেন তিনি। মিউজিক ভিডিওতে তার সঙ্গে মডেল হয়েছেন হাল সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী কেয়া পায়েল। বিশেষ দিনে গান প্রকাশ হচ্ছে। গানটির বিশেষত্ব কি? ইমরান উত্তরে বলেন, প্রতি ঈদেই নতুন গান প্রকাশ করি।

তবে লকডাউনের কারণে এবার তা হয়নি। যেহেতু সামনেই আমার জন্মদিন, তাই নতুন এ গান প্রকাশের সিদ্ধান্ত। গানটি একটু আলাদা ঢংয়ের। কথা, সুর ও সংগীতে ভিন্নতা আছে। তার সঙ্গে মিল রেখেই ভিডিও করা। পরিচালনা করেছেন সৈকত রেজা। এটা আমার পক্ষ থেকে শ্রোতাদের জন্য উপহার। কেয়া পায়েলের সাথে এর আগেও কাজ করেছেন। এবারও হলো। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? এ শিল্পী বলেন, কেয়া পায়েল অত্যন্ত ভালো অভিনেত্রী। খুব ভালো সহশিল্পী। এর আগে আমার গানে পায়েল একাধিকবার মডেল হয়েছে। মানুষ সেসব গান গ্রহণও করেছেন। পায়েলের সঙ্গে রসায়ন বরাবরই চমৎকার। এবারও হয়তো তার ব্যাতিক্রম ঘটবে না। নতুন কাজ আর কি হচ্ছে? এ শিল্পী বলেন, কয়েকটি নতুন গান করা শেষ। ভিডিও বাকি। দ্রুতই হয়তো আবার শুটিংয়ে যাবো। মিউজিক ইন্ডাস্ট্রির এখনকার অবস্থা কেমন মনে হচ্ছে? ইমরান বলেন, করোনা মহামারীর জন্য স্টেজ শো দীর্ঘদিন ধরে বন্ধ। এতে শিল্পী-মিউজিশিয়ানরা ব্যাপক ক্ষতির মুখে পরেছে। এর শেষ কবে হবে সেটা অনিশ্চিত। আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায়ও নেই। প্লেব্যাকের কি খবর? এ গায়ক বলেন, সিনেমার গান নিয়মিত করা হচ্ছে। নতুন বেশ কিছু ছবিতে গেয়েছি। করোনার কারণে গান ও ছবি মুক্তি পাচ্ছে না। নতুন আরো কিছু গানের কথাবার্তাও চলছে। ব্যাটে বলে মিললে করবো।