নিজস্ব প্রতিবেদক ।।
পুলিশী বাঁধার মুখে অবশেষে সম্মেলনের ঘোষিত তারিখেই পন্ড হয়ে গেল কেন্দুয়া ইউনিয়ন বিএনপি’র বহুল প্রত্যাশিত দ্বি-বার্ষিক সম্মেলন।
জানা গেছে, অত্যন্ত জাকজমকপূর্ণ আর ব্যাপক আয়োজনের শেষ সময়ের সম্পূর্ণ প্রস্তুতির পর জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২১ গতকাল ১৭ অক্টোবর ২০২১ইং তারিখ রোজ রবিবার বিকাল ৪টায় সোনাকাতা কেন্দ্রিয় ঈদগাহ্ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়ার পূর্ব মুহুর্তে দুপুর ২টায় বন্ধ করে দেয়া হয়েছে।
এদিকে বিশাল আয়োজনের এ সম্মেলনের উদ্বোধক হিসেবে থাকার কথা ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর সদর উপজেলা শাখার আহবায়ক মোঃ সফিউর রহমান শফি’র। প্রধান অতিথি হিসেবে থাকতেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুল হক খান দুলাল। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর সদর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক এডভোকেট ফজলুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক অধ্যাপক মোকছেদুর রহমান হারুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আলহাজ্ব ডাঃ ইসহাক আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ জহুরুল হক আকন্দ বেলাল। এছাড়াও বক্তব্য রাখার কথা ছিল, জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভাপতিত্ব করতেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর সদর উপজেলা শাখার সদস্য সচিব ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১নং কেন্দুয়া ইউনিয়ন শাখার আহবায়ক মোঃ রুহুল আমীন মিলন। সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১নং কেন্দুয়া ইউনিয়ন শাখার সদস্য সচিব মোঃ আব্বাস আলী।
অথচ জামালপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রেজাউল ইসলাম খান সম্মেলনস্থলে গিয়ে সম্মেলন অনুষ্ঠানে বাধা প্রদান করেন। এসময় পুলিশী নিষেধাজ্ঞায় অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর সদর উপজেলা শাখার সদস্য সচিব ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১নং কেন্দুয়া ইউনিয়ন শাখার আহবায়ক ও সম্মেলনের সভাপতি মোঃ রুহুল আমীন মিলন সবকিছু গুটিয়ে নেন। এতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।