মোঃ সাইদুর রহমান সাদী ॥
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নৌকার প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ভাবে ৪ জনের প্রার্থীতা ঘোষণা করেছে ইউনিয়ন আওয়ামীলীগ ও প্রার্থীরা নিজে। ওই ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে আর কোন ব্যক্তি তাদের প্রার্থীতা ঘোষণা না করায় এই চারজনকেই ইউনিয়ন আওয়ামীলীগ দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন। গত ১৫ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় হাজিপুর বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে মেষ্টা ইউনিয়ন আওয়ামীলীগ এই দলীয় প্রার্থী ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করে। দলীয় মনোনয়ন প্রত্যাশী ওই ৪ জন হলেন, মেষ্টা ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা ও আমৃত্যু সভাপতি মরহুম হাসান আলী ফকিরের পুত্র জামালপুর সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ ছানোয়ার হোসেন সবুজ, মেষ্টা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ জামিনুর ইসলাম তালুকদার, মেষ্টা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ ফারুকী রোকন ও সাংগঠনিক সম্পাদক হারুন-অর- রশিদ তরফদার বাদল। এ সময় আরও উপস্থিত ছিলেন,সদর উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. সারোয়ার হোসেন মহান, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক, সহ-সভাপতি শ্রী নিকুঞ্জ দেখা, আব্দুল বারী শবালী, হুমায়ন আহাম্মেদ, যুগ্ম সম্পাদক বাচ্চু মিয়া, ওয়ারেছ আলী, সাংগঠনিক সম্পাদক-২ আকরাম হোসেন কাঞ্চন, দপ্তর সম্পাদক কামরুল হাসান দুলাল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শাহীন রেজা, ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জাকিউল মিলন, সাংগঠনিক সম্পাদক লাইজু, ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন সহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। পরে প্রার্থীরা তাদের বক্তবে বলেন, ৪ জনের মাঝে জননেত্রী শেখ হাসিনা যাকেই দলীয় মনোনয়ন দেক না কেন আমরা সবাই তার সাথে একাত্বতা ঘোষনা করে নৌকার বিজয় সু- নিশ্চিত করবো। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ ফারুকী রোকন।