শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২০ অপরাহ্ন

শিরোনাম
১নং কেন্দুয়া ইউনিয়নের সফল জনতার চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান সোহেল মাদারগঞ্জে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু  ১নং কেন্দুয়া ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত প্রচারে ব্যস্ত আ.লীগের প্রার্থীরা কৌশলী অবস্থানে বিএনপি মাদারগঞ্জ পৌরসভার নব নির্মিত ভবন উদ্বোধন করলেন মির্জা আজম এমপি  মাদারগঞ্জ ঝাড়কাটা বালিকা উচ্চ বিদ্যালয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ মাদারগঞ্জে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত মেষ্টার চান্দের হাওড়া এলাকার রাস্তা নয়, যেন মরণ ফাঁদ! চরম দুর্ভোগে এলাকাবাসী জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আন্ত:বিভাগ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় ইংরেজি বিভাগ কে ১—০ গোলে হারিয়ে আইন বিভাগ চ্যাম্পিয়ন মাদারগঞ্জে ভূমি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন  উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির উত্তরে বহুতল ভবন ধসে নিহত ১, নিখোঁজ ৫১

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির উত্তরে বহুতল ভবন ধসে নিহত ১, নিখোঁজ ৫১

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির উত্তরে ১২ তলা বিশিষ্ট একটি আবাসিক ভবন ধসে অন্তত একজন নিহত হয়েছেন। কর্মকর্তারা বলেছেন, এই ভবন ধসের ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও কমপক্ষে ৫১ জন। বুধবার স্থানীয় সময় রাত ২টার দিকে বহুতল ওই আবাসিক ভবন ধসে পড়ে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে ধ্বংসস্তুপ সরিয়ে ফেলছেন। এ সময় এক কিশোরকে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত উদ্ধার করতে দেখা গেছে। তবে ধসে পড়ার সময় ভবনটির ভেতরে কতজন ছিলেন তা এখনও পরিষ্কার নয়। মায়ামি সৈকতের উত্তরের সার্ফসাইড শহরের আবাসিক এলাকায় ওই ভবনটি ১৯৮১ সালে তৈরি করা হয়। ভবনটিতে মোট ১৩০টি ইউনিট ছিল। বুধবার মধ্যরাতে হঠাৎ করে ভবনটির অর্ধেক অংশ ধসে যায়।

মায়ামি কাউন্টির কমিশনার জোসে দিয়াজ বলেছেন, ভবনটিতে বসবাসরত ৫১ জনের সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করা যায়নি। কর্মকর্তারা বলেছেন, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের ভেতর থেকে ৩৫ জনকে বের করেছেন। তাদের মধ্যে ১০ জনকে দুর্ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং দু’জনকে হাসপাতালে পাঠানো হয়।
এক সংবাদ সম্মেলনে সার্ফসাইডের মেয়র চার্লস বার্কেট বলেছেন, ভবনটির পেছনের দিকের— সম্ভবত এক তৃতীয়াংশ অথবা তারও বেশি অংশ সম্পূর্ণ ধসে গেছে।

পুলিশ বলছে, মায়ামি সৈকতের উত্তরের দিকে ৮৭৭৭ কলিনস অ্যাভিনিউয়ে ভবনটি অবস্থিত। চ্যামপ্লেইন টাওয়ার নামের ওই ভবনে সৈকতমুখী শতাধিক অ্যাপার্টমেন্ট আছে। ধসে পড়ার পরপরই দুর্ঘটনাস্থলে ৮০টিরও বেশি উদ্ধারযান পাঠানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com