সোমবার, ০৫ Jun ২০২৩, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম
মানবতার প্রদীপ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে জামালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প কেন্দুয়া কালিবাড়ীতে লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা কুটামনি মধ্যপাড়া বানু হাজীবাড়ী ঈদগাহ মাঠের নতুন কমিটি গঠিত জামালপুরে কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ  জামালপুর সদরের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেনের প্রচেষ্টায় একটি সড়ক পূরণ করলো লাখো মানুষের স্বপ্ন “এসিআই সীড”  কৃষি এবং কৃষকের উন্নয়নে কাজ করে জামালপুর দরিদ্র বর্গাচাষীর ধান কাটলো স্বেচ্ছাসেবক লীগ জামালপুরে হযরত শাহ জামাল (রঃ)’র স্মরণে ৯দিনব্যাপী ওরশ মোবারক উপলক্ষে সুকরিয়া মিছিল  শাহবাজপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত জামালপুরে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪১ ইউনিট

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪১ ইউনিট

স.স.প্রতিদিন ডেস্ক ।।
‘আগুনে আমাদের সব শেষ হয়ে গেছে। ঈদের আগে বেচাকেনার জন্য দোকানে মাল ঠাসা ছিল। কিন্তু একটি মালও রক্ষা করতে পারলাম না। ২০/২২ লাখ টাকার শার্ট, প্যান্ট। সব শেষ হয়ে গেছে’, এভাবেই আহাজারি করছিলেন আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জামিরুল ইসলাম।
সোমবার রাতে দোকানে ব্যবসার ৩০ লাখ টাকা রেখেছিলেন এসএম গার্মেন্টসের স্বত্বাধিকারী সোহেল। রাত হয়ে যাওয়ায় ব্যাংকে দিতে পারেননি তিনি। আগুন লাগার খবর পেয়ে রাজধানীর মিটফোর্টের বাসা থেকে আজ আসতে আসতে তার সব টাকা পুড়ে ছাই।
কেঁদে কেঁদে সোহেল বলেন, ‘আমার তিনটা দোকান গোডাউন মিলে প্রায় ৪০ লাখ টাকার মাল ছিল। মাল যায় যাক, কিন্তু আমার ৩০ লাখ টাকা সব শেষ।’
জামিরুল কিংবা সোহেলই নয়, তাদের মতো কয়েকশ ব্যবসায়ী আহাজারি করছেন বঙ্গবাজার অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে। তাদের অধিকাংশই আগুনের খবর পেয়ে ছুটে এসেছেন বঙ্গবাজারে। কিন্তু তাদের কেউই নিজের দোকানের কাছে যেতে পারেননি। চোখের সামনেই পুড়তে দেখছেন তিলে তিলে গড়ে তোলা দোকানের মালামাল।
ঈদের আগে বিক্রির জন্য অধিকাংশ দোকানে প্যান্ট, শার্ট, শাড়িসহ নানা ধরনের কাপড় মজুদ করা ছিল।
মঙ্গলবার সকাল ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট যোগ দিয়েছে আগুন নিয়ন্ত্রণে। তবে প্রচণ্ড বাতাস ও ধোঁয়ার কারণে অগ্নি নির্বাপণে সমস্যা হচ্ছে বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com