শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৪ পূর্বাহ্ন
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার আগামী ২৬ ডিসেম্বর ৯টি ইউনিয়নের নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওসি (তদন্ত) আবুল হাশিম, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা নির্বাচন অফিসার এন.এম সাজ্জিল সাদিক, শিক্ষা অফিসার জিয়াউল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ হেল আল আমিন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি এম.এ মতিন, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, গড়জরিপা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, হামিদুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি এজেএম আহছান্জ্জুামান ফিরোজ, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফরিদ আহমেদ রুবেল।
Leave a Reply
You must be logged in to post a comment.