শনিবার, ০৩ Jun ২০২৩, ০৫:৫৯ অপরাহ্ন

শিরোনাম
মানবতার প্রদীপ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে জামালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প কেন্দুয়া কালিবাড়ীতে লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা কুটামনি মধ্যপাড়া বানু হাজীবাড়ী ঈদগাহ মাঠের নতুন কমিটি গঠিত জামালপুরে কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ  জামালপুর সদরের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেনের প্রচেষ্টায় একটি সড়ক পূরণ করলো লাখো মানুষের স্বপ্ন “এসিআই সীড”  কৃষি এবং কৃষকের উন্নয়নে কাজ করে জামালপুর দরিদ্র বর্গাচাষীর ধান কাটলো স্বেচ্ছাসেবক লীগ জামালপুরে হযরত শাহ জামাল (রঃ)’র স্মরণে ৯দিনব্যাপী ওরশ মোবারক উপলক্ষে সুকরিয়া মিছিল  শাহবাজপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত জামালপুরে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ
সবাইকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় রোনালদো!

সবাইকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় রোনালদো!

স.স.প্রতিদিন ডেস্ক ।।

গত জুনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে পাঁচ গোল করে ছুঁয়েছিলেন আলি দাইকে। বিশ্বকাপ বাছাইপর্বে ফিরে গোল করলেন আবারও। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

বুধবার (০১ সেপ্টেম্বর) ঘরের মাঠ ফারো–লোলের এস্তাদিও আলগারভেতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৯ মিনিটে হেডে দলের সমতাসূচক গোলটি করেই দাইয়িকে ছাড়িয়ে যান রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল রোনালদোর রেকর্ড ১১০তম গোল।

১১১তম গোলটি পর্তুগিজ অধিনায়ক পেয়ে যান যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে। এটাও হেডে করেছেন রোনালদো। আর তাতে দলকে জিতিয়ে রেকর্ডটা উদ্‌যাপনও করা হলো সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের। আইরিশদের হৃদয় ভেঙে পর্তুগাল ম্যাচটি জিতেছে ২–১ গোলে।

রোনালদো রেকর্ড গড়ার সুযোগ পেয়েছিলেন ১৫ মিনিটেই। কিন্তু তাঁর নেওয়া পেনাল্টি ডান পাশে ঝাপিয়ে ফিরিয়ে দেন আইরিশ গোলরক্ষক গ্যাভিন বাজুনু। এরপর ৪৫ মিনিটে জন এগানের গোলে উল্টো এগিয়ে যায় আয়ারল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত রাতটা রোনালদোরই হলো।

রোনালদোকে পর্তুগালের জার্সিতে প্রথম গোলটি পেতে অপেক্ষা করতে হয়েছিল আট ম্যাচ। ২০০৪ সালের ইউরোতে পর্তুগালের প্রথম ম্যাচে গ্রিসের বিপক্ষে গোলটি পেয়েছিলেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড। রোনালদো রেকর্ডভাঙা গোলটি পেলেন ৩৬ বছর বয়সে ১৮০তম ম্যাচে। আন্তর্জাতিক ফুটবলে তার গোল এখন ১১১টি।

১৯৯৩-২০০৬ সালের ক্যারিয়ারে ১৪৯ ম্যাচে রেকর্ডটি গড়েছিলেন ইরানের আলি দাই। পুরুষ ফুটবলের আন্তর্জাতিক অঙ্গনে ৯০ এর বেশি গোল আছে কেবল দাই ও রোনালদোর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com