ঢাকা April 26, 2024, 12:44 pm
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ছোট আরংহাটি হতে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া পর্যন্ত এলাকাবাসীর স্বেচ্ছা শ্রমের মাধ্যমে রাস্তা নির্মাণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক ||
জামালপুর সদর উপজেলার ১৩নং মেষ্টা ইউনিয়নের ছোট আরংহাটি হতে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া পর্যন্ত প্রায় ২ কিঃমি রাস্তা এলাকাবাসীর স্বেচ্ছা শ্রমের মাধ্যমে নিমার্ন করা হয়েছে। এতে করে উপকৃত হবে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া, চরঘোষেরপাড়া, ছবিলাপুর, নাগেরপাড়া, চালকান্দি, টাংগেরপাড়া, বীরঘোষেরপাড়া, আলমপুরসহ জামালপুর সদর উপজেলার ১৩নং মেষ্টা ইউনিয়নের প্রায় লক্ষাধিক গ্রামবাসী। সরেজমিনে গিয়ে জানা যায়, শুধুমাত্র একটি রাস্তার কারনে দীর্ঘদিন যাবৎ কৃষি পন্য সহ যাতায়াত নিয়ে ভোগান্তিতে ছিলেন জামালপুর সদর উপজেলার ১৩নং মেষ্টা ইউনিয়নের ছোট আরংহাটিসহ মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া গ্রামের লক্ষাধিক মানুষ। রাস্তাটি স্বেচ্ছাশ্রমে নির্মানের জন্য ছোট আরংহাটি এলাকার মোঃ জিয়াউল হকের নেতৃত্বে স্থানীয় মানিক মিয়া, মাসুদ রানা, দেলোয়ার, নুর ইসলাম, মজিবর, সবুজ গং উদ্যোগ নিয়ে প্রায় দুই লক্ষাধিক টাকা খরচ করে রাস্তাটি চলাচলের উপযোগি করে তোলে। এ বিষয়ে মোঃ জিয়াউল মিয়া বলেন, আমাদের এই রাস্তাটির কারনে আমরা সহজেই চলাচল করতে পারিনি। রাস্তার মাঝে ছিল গর্ত যা ভরাট করতে হয়েছে। ইউনিয়ন পরিষদ নজর না দেওয়ার কারনেই দীর্ঘদিন ভোগান্তিতে ছিলাম আমরা। ঘোষেরপাড়া গ্রামের শিক্ষার্থী শাহীন বলেন, আমি হাজীপুর মাদ্রাসার ছাত্র। প্রতিদিন আমাকে প্রায় ১ কিঃমি রাস্তা ঘুরে আসতে হতো। এখন এই রাস্তাটি হওয়ার কারনে আমাদের অনেক সুবিধা হয়েছে। তবে একটি খাল রয়েছে যেখানে সেতু পার হতে কষ্ট হয়। গাড়ী চলাচল করতে পারে না। যদি রাস্তাটি পাকা করে সেতুটি নির্মান করে দেওয়া হয় তাহলে জামালপুর সদর উপজেলার ১৩নং মেষ্টা ইউনিয়ন ও মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নসহ কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষ উপকৃত হবে। গাড়ী চালক সবুজ বলেন, এই রাস্তাটি আমাদের খুবই প্রয়োজন। রাস্তাটি না হওয়ার কারনে দীর্ঘদিন যাবৎ গ্রামবাসী কৃষিপন্য আনা নেওয়া খুবই কষ্ট করে যাচ্ছে। আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে চলাচলের উপযোগী করেছি মাত্র। কতৃর্পক্ষের মাধ্যমে একটি পাকা রাস্তা জরুরী প্রয়োজন।