বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:৪৪ পূর্বাহ্ন
শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি: জামালপুরে মশার উপদ্রুপ কমাতে ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু হয়েছে। সোমবার দুপুরে জামালপুর পৌরসভার উদ্যোগে এই অভিযান শুরু হয়।
শহরের ফৌজদারী মোড়ে জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানুয়ার হোসেন ছানু মাসব্যাপী এই মশক নিধন অভিযানের উদ্বোধন করেন। এ সময় ওয়ার্ড কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনু, ফজলুল হক আকন্দ, রাজীব সিংহ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন
উদ্বোধনকালে পৌর মেয়র বলেন, পৌর এলাকার নাগরিকদের মশার উপদ্রুপ থেকে রক্ষা করার জন্য ও ডেঙ্গু প্রতিরোধে এই মশক নিধন অভিযান পরিচালনা করা হবে। মাসব্যাপী এই মশক নিধন অভিযান চললেও প্রয়োজনে অভিযানের সময় আরও বাড়ানো হবে। পরে শহরের বিভিন্ন যায়গায় মশা নিধনের জন্য স্প্রে করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.