ঢাকা September 15, 2024, 12:31 am
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে মশক নিধন অভিযান শুরু

Admin
August 2, 2021 12:19 pm | 142 Views
Link Copied!

শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি: জামালপুরে মশার উপদ্রুপ কমাতে ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু হয়েছে। সোমবার দুপুরে জামালপুর পৌরসভার উদ্যোগে এই অভিযান শুরু হয়।

শহরের ফৌজদারী মোড়ে জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানুয়ার হোসেন ছানু মাসব্যাপী এই মশক নিধন অভিযানের উদ্বোধন করেন। এ সময় ওয়ার্ড কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনু, ফজলুল হক আকন্দ, রাজীব সিংহ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন
উদ্বোধনকালে পৌর মেয়র বলেন, পৌর এলাকার নাগরিকদের মশার উপদ্রুপ থেকে রক্ষা করার জন্য ও ডেঙ্গু প্রতিরোধে এই মশক নিধন অভিযান পরিচালনা করা হবে। মাসব্যাপী এই মশক নিধন অভিযান চললেও প্রয়োজনে অভিযানের সময় আরও বাড়ানো হবে। পরে শহরের বিভিন্ন যায়গায় মশা নিধনের জন্য স্প্রে করা হয়।