নিজস্ব প্রতিবেদক ।।
১১ নভেম্বর বৃহস্পতিবার আসন্ন জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ২৮ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় কোজগড় নবরত্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে কেন্দুয়া ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডের নেতৃবৃন্দদেরকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ ফকরুল আলম লিটু, আল আমিন, মাসুদ রানা টিক্কিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী অত্যন্ত জনপ্রিয় জননেতা মোঃ সাইফুল ইসলাম খান সোহেল বলেন, আমি আপনাদের সকলের ভালবাসায় বিমুগ্ধ। তাই নির্বাচনে জয়লাভ করে এর যথার্থ প্রতিদান দিতে চাই। সে জন্য আসন্ন ইউপি নির্বাচনে ভোটডাকাতি রোধে সকলকে সজাগ থাকতে হবে। নির্বাচনের দিন সকালে ভোটকেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট প্রদান করবেন। কারো হুমকি- ধমকিতে নয়, নিজের ইচ্ছায় যাকে খুশি তাকে ভোট দিবেন। আমি যদি আপনাদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে কেন্দুয়া ইউনিয়নবাসীর সুবিধার জন্য ইউনিয়নের সকল কাঁচা রাস্তা পাকাকরণের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করবো। এছাড়া যে কোন সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো। ইউনিয়নবাসীর নাগরিক অধিকার আদায়ে সর্বদা সচেষ্ট থাকবো। আলোচনা সভার সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান মিয়া বলেন, কেন্দুয়া ইউনিয়নে আনারস প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তাহলেই রক্ষা হবে জনগণের বহুল প্রত্যাশিত কাঙ্খিত ভোটাধিকার।