বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০৫:১৯ পূর্বাহ্ন
মোঃ সাইদুর রহমান সাদী ||
গত ১৮ ফেব্রুয়ারি শুক্রবার জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন মসজিদ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক ও ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মোঃ আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর-৪ আসনের সাবেক এমপি মোঃ মামুনুর রশিদ জোয়ার্দার, জামালপুর জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আজিজুর রহমান ডল, সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, স্থানীয় আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, গভর্নিং বডির সদস্য প্রকৌশলী আব্দুল মান্নানসহ প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিংবডির সদস্যবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম।
অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল এ ক্যাম্পাসে শিক্ষক- শিক্ষার্থীদের নামাজ পড়ার জন্য একটি মসজিদ নির্মান করার। আজ এই স্বপ্ন আল্লাহ পূরণ করেছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.