শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
১নং কেন্দুয়া ইউনিয়নের সফল জনতার চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান সোহেল মাদারগঞ্জে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু  ১নং কেন্দুয়া ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত প্রচারে ব্যস্ত আ.লীগের প্রার্থীরা কৌশলী অবস্থানে বিএনপি মাদারগঞ্জ পৌরসভার নব নির্মিত ভবন উদ্বোধন করলেন মির্জা আজম এমপি  মাদারগঞ্জ ঝাড়কাটা বালিকা উচ্চ বিদ্যালয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ মাদারগঞ্জে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত মেষ্টার চান্দের হাওড়া এলাকার রাস্তা নয়, যেন মরণ ফাঁদ! চরম দুর্ভোগে এলাকাবাসী জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আন্ত:বিভাগ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় ইংরেজি বিভাগ কে ১—০ গোলে হারিয়ে আইন বিভাগ চ্যাম্পিয়ন মাদারগঞ্জে ভূমি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন  উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল
কষ্টের জয়ে লিভারপুলের পাশে ইউনাইটেড

কষ্টের জয়ে লিভারপুলের পাশে ইউনাইটেড

স.স.প্রতিদিন ডেস্ক ।।

অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে প্রত্যাশিত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের হয়ে একটি করে গোল করেন অ্যান্তনি মার্শিয়াল ও ব্রুনো ফার্নান্দেজ। এ জয়ে শীর্ষে থাকা লিভারপুলের সমান ৩৩ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় টেবিলের দু্ইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে টানা চতুর্থ ম্যাচে অপরাজিত ম্যানচেস্টার ইউনাইটেড। এবার ওল্ড ট্রাফোর্ডে অ্যাস্টন ভিলাকে হারিয়ে লিভারপুলের ঘাড়ে নিশ্বাস ফেলছে রেড ডেভিলস। প্রত্যাশিত জয়ে কোচ সোলশায়ারের চোখে মুখে রাজ্যের স্বস্তি। সবমিলিয়ে সময়টা দারুণ কাটছে ২০বারের শিরোপা জয়ীদের।

ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার ম্যানচেস্টার ইউনাইটেডের। বলের দখল নিয়ে প্রতিপক্ষের রক্ষণদুর্গে হানা রাশফোর্ড-মার্শিয়ালদের। যদিও দুই মিনিটে ব্রুনো ফার্নান্দেজের শট রুখে দেয় অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলকিপার মার্টিনেজ। আবারো অতিথিদের রক্ষণে আক্রমণের পসরা সাজায় রেড ডেভিলরা। ডি বক্সের বাইরে থেকে মার্শিয়ালের নেয়া বুলেট গতির শট রক্ষা করেন মার্টিনেজ। বিপরীতে অ্যাস্টন ভিলাও সুযোগ পেয়ে কাজের কাজটি করতে পারেনি।

অবশেষে ম্যাচের ৪০ মিনিটে গোলের দেখা পায় ম্যানচেস্টার ইউনাইটেড। বিসাকার ক্রস থেকে মার্শিয়ালের বুদ্ধিদীপ্ত হেডে বোকা বনে যান অ্যাস্টন ভিলার গোলকিপার।

বিরতির পর আক্রমণাত্মক ফুটবল রেড ডেভিলদের। যদিও এক পর্যায়ে স্বাগতিকদের রক্ষণে কাঁপন ধরিয়ে দেয় অ্যাস্টন ভিলা। তাইতো ৫৮ মিনিটে ট্রাউরের গোলে সমতায় ফেরে অতিথিরা।

৪ মিনিট বাদেই ডি বক্সে ফাউলের শিকার হন পল পগবা। স্পট কিক থেকে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। স্কোর লাইন দাঁড়ায় ২-১।

এগিয়ে থেকেও ব্যবধান বাড়াতে দাপুটে ফুটবল সোলশায়ার শিষ্যদের। শেষ পর্যন্ত আর গোল না হলে,জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এ জয়ে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুয়ে রেড ডেভিলস। যদিও সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com