বুধবার, ০৭ Jun ২০২৩, ০৬:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥
ঢাকা থেকে জামালপুরগামী একটি কমিউটার ট্রেনে ডাকাতি ও দুইজনকে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
গত শুক্রবার রাতে ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলাটি করেন ডাকাতের ছুরিকাঘাতে নিহত সাগরের মা হনুফা খাতুুন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মামুন রহমান এইতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এরই মধ্যে সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করি, শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনতে পারব।
গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনের ছাদে ডাকাতির ঘটনা ঘটে। ওই ডাকাতদের ছুরিকাঘাতে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মিতালী বাজারের নাহিদ মিয়া ও জামালপুর শহরের বাগেড়হাটা বটতলার সাগর নিহত হন।
Leave a Reply
You must be logged in to post a comment.