বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০৪:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
মানবতার প্রদীপ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে জামালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প কেন্দুয়া কালিবাড়ীতে লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা কুটামনি মধ্যপাড়া বানু হাজীবাড়ী ঈদগাহ মাঠের নতুন কমিটি গঠিত জামালপুরে কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ  জামালপুর সদরের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেনের প্রচেষ্টায় একটি সড়ক পূরণ করলো লাখো মানুষের স্বপ্ন “এসিআই সীড”  কৃষি এবং কৃষকের উন্নয়নে কাজ করে জামালপুর দরিদ্র বর্গাচাষীর ধান কাটলো স্বেচ্ছাসেবক লীগ জামালপুরে হযরত শাহ জামাল (রঃ)’র স্মরণে ৯দিনব্যাপী ওরশ মোবারক উপলক্ষে সুকরিয়া মিছিল  শাহবাজপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত জামালপুরে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ
মরিচ ব্যবসায়ীর দোকানের বেড়া কেটে ঘর মালিক কর্তৃক দেড় লক্ষাধিক টাকার মরিচ লুট

মরিচ ব্যবসায়ীর দোকানের বেড়া কেটে ঘর মালিক কর্তৃক দেড় লক্ষাধিক টাকার মরিচ লুট

নিজস্ব প্রতিবেদক ॥
জেলার মেলান্দহ উপজেলার ১০নং ঝাউগড়া ইউনিয়নের গাজীপুর বাজারের মরিচহাটীর মরিচের আড়তে ব্যবসায়ীর দোকানের বেড়া কেটে ঘর মালিক কর্তৃক দেড় লক্ষাধিক টাকার মরিচ লুটের ঘটনা ঘটেছে।
জানা যায়, গত ৩০এপ্রিল দিবাগত গভীর রাতে জেলার মেলান্দহ উপজেলার ১০নং ঝাউগড়া ইউনিয়নের গাজীপুর বাজারের মরিচহাটীর মরিচের আড়তে মরিচ ব্যবসায়ী জেলার মেলান্দহ উপজেলার ১০নং ঝাউগড়া ইউনিয়নের কাপাসহাটীয়া গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে মোঃ আদর আলী এবং জেলার মেলান্দহ উপজেলার ১০নং ঝাউগড়া ইউনিয়নের চররুহিলী গ্রামের মৃত মোকছেদ বেপারীর ছেলে মোঃ আজাদ বেপারী দুজন মিলে গাজীপুর বাজারের মরিচহাটীর শুরু থেকে স্থানীয় মৃত রইস উদ্দিন ওরফে চিকু মেম্বারের ছেলে রিপনের কাছ থেকে একটি গুদামঘর বাৎসরিক ১২ হাজার টাকা ভাড়ায় নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গত কয়েকদিন ধরে ঘর মালিক রিপন তার দোকানের ভাড়া বাড়ানোর নানা ফন্দিফিকির করে আসতে শুরু করে। এরই এক পর্যায়ে গত ৩০ এপ্রিল দিবাগত গভীর রাতে রিপন ব্যবসায়ীদ্বয়ের দোকানের বেড়া কেটে ২১ বস্তা ভর্তি করা ২৬ মণ ১০ কেজি মরিচ যার আনুমানিক মূল্য প্রতিমণ ৬ হাজার ২শ টাকা দরে ১ লাখ ৬১ হাজার ২শ টাকা, চুরি করে নিয়ে যায়। এদিকে সেহরী খাওয়ার সময় হলে আর লোকজন ঘুম থেকে জেগে উঠলে রিপন পালিয়ে যায়। এ বিষয়ে ১০নং ঝাউগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ তফিল উদ্দিন ও জেলার মেলান্দহ উপজেলার ১০নং ঝাউগড়া ইউনিয়নের গাজীপুর বাজারের মরিচহাটী পরিচালনা কমিটির সভাপতি আজাহার আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে মেলান্দহ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ্স

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com