ঢাকা March 29, 2024, 7:23 pm
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে মোবাইল রাখা ও নকল করার দায়ে ৩ পরীক্ষার্থী বহিস্কার 

Link Copied!

মাদারগঞ্জ বুর‍্যো প্রধান ।।
জামালপুরের মাদারগঞ্জে ৭ টি কেন্দ্রে এসএসসি সমমান পরীক্ষা অনু্ষ্ঠিত হয়। বালিজুড়ী রওশন  আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, পাটাদহ-কয়ড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র, জোনাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ঘুঘুমারী মির্জা আবুল কাশেম উচ্চ বিদ্যালয় কেন্দ্র, মোসলেমাবাদ নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, শফিকুল ইসলাম খোকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র  বিষয় গণিত, মাদারগঞ্জ আঃ আলী ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্র, বিষয় বাংলা পরীক্ষা অনু্ষ্ঠিত হয়েছে। মোসলেমাবাদ নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জোড়খালী উচ্চ বিদ্যালয়ের অনিয়মিত ২ পরীক্ষার্থীকে মোবাইল রাখার  দায়ে বহিস্কার করা হয়েছে। ঘুঘুমারী মির্জা আবুল কাশেম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে  টেংরাকুড়া ভোকেশনাল ইনস্টিটিউট এর এক পরীক্ষার্থীকে নকল করার দায়ে বহিস্কার করা হয়েছে। কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহি অফিসার ইলিশায় রিছিল ও কৃষি অফিসার মোঃ শাহাদুল ইসলাম। কেন্দ্র সচিব মোশারফ হোসেন বাদল জানান   নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে আমরা বদ্ধপরিকর এ ক্ষেত্রে আমরা কঠোর অবস্থানে।  ভোকেশনালের এক পরীক্ষার্থী নকল করায় তাকে বহিস্কার করা হয়।