ঢাকা April 28, 2024, 9:01 pm
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কবিতা : বারবনিতা লেন । কবি : মো: জাকির হোসেন অপু

Link Copied!

সে দিনের আকাশ ছিল
মেঘে ভরা বিষন্নতায় গড়া।
ঠান্ডা এক অদ্ভুত হাওয়া,
হাওয়ার মাঝে কুয়াশার মত
কি যেন এক উড়ে যাচ্ছিল?

আমার ভোগীয় মন নিয়ন্ত্রণ
হারাচ্ছিল বার বার।
আমি বারবার কেমন জানি
হয়ে উঠচ্ছিলাম।

এমন সময়…
হ্যা…..
ঠিক এমন সময়
আমার জীবনে তুমি এলে
এক জারও ও ও ও
আমি বলতে পারবো না।
আমার বাকশক্তি রুদ্ধ হয়ে আসে।
আমার জীবনে সফল হওয়ার,
প্রতিটি স্বাদে আমি হেরে যাই।

তোকে জন্ম দিয়ে ছিলাম
সকলের ব্যবহার করা নোংরা এক ডাস্টবিনে,
যেখানে লিখা ছিল
“আমাকে ব্যবহার করুন”

আমার অনেক সখ ছিল রে
তোকে নিয়ে…..
তোর শরীর অবয়ব
আমি বারবার করে ধরবো।
ছোট কাঁথা, রঙ্গিন জামা, গরম কাপড়ে
উফফ …….
আমি সব গড়বো নানান যত্নে,
যার জন্য তোরিই জন্ম।

কিন্তু সেই দিনের আকাশ,
আমাকে বানিয়েছে কুমারীমাতা
আর তুই হয়েছিস জারজ।

আমার খুব কষ্ট হয়ে ছিল
তোকে পেপারে জড়িয়ে, সুতোয় পেচিয়ে
ডাস্টবিনে ফেলার সময়।
তোর বুকের আওয়াজ
আমি শুনেছিলাম,
তোর ছোট মুখের আওয়াজ
আমি শুনেছিলাম।

তুই বলেছিলি…..
আমি কি দোষ করেছি?
হয়তো বললে
আমি তোকে ছেড়ে ….. আসতে পারতাম না।
মনে সান্ত্বনা দেওয়ার মত ছিল,
তোকে উঠিয়ে নিল যে জন
তাকে আমি চিনি।

আমি কিন্তু ……..
আজও তোকে চিনতে পেরেছি।
কারণ তুই আমার নাড়ি ছেড়া ধন।
আসলে তোর অভিশাপে
আজ আমি বারবনিতা।